SylhetNews24.com

পীরেরগাও প্রাথমিক বিদ্যালয়েরে প্রধান শিক্ষক আমিরুল আর নেই

সংবাদ বিজ্ঞপ্তি।

সিলেট নিউজ ২৪

প্রকাশিত : ০৮:২৭ পিএম, ৭ নভেম্বর ২০২১ রোববার

সিলেট সদর উপজেলার পীরের গাও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল হক ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সিলেট নগরীর আখালিয়াস্থ মাউন্ড এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ৪ নভম্বের ভোর সোয়া ৪ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করনে। 

মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫২ বছর। তিনি  স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগ্রাহী রেখে যান। টুকরেবাজার শাহপুরস্থ বাসায় অসুস্থ হলে তাকে আখালিয়াস্থ মাউন্ড এডোরা হাসপাতালে ভর্ত্তি করা হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসা শেষে তিনি বৃহস্পতিবার ভোরে  ইন্তেকাল করেছেন। ওই দনি বাদ আসর সুনামগঞ্জের দক্ষিন সুনামগঞ্জের  শমিুলবাক গ্রামে জানাজ্ার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। 

পীরের গাও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পীরের গাও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির  সভাপতি সৈয়দ শামসুদ্দিন (খালিস), বাংলাদেশ বেতার আঞ্চলিক বার্তা সংস্থা সিলেটের সংবাদ অনুবাদক ফোরামের সহ সভাপতি সাংবাদিক মো.মুহিবুর রহমান। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।