SylhetNews24.com

সিলেট প্রেসক্লাবের সম্মানিত সদস্য হাসান শাহরিয়ারের মৃত্যুতে শোক

সংবাদ বিজ্ঞপ্তি

সিলেট নিউজ ২৪

প্রকাশিত : ১০:১৭ পিএম, ১০ এপ্রিল ২০২১ শনিবার

সিলেট প্রেসক্লাবের সম্মানিত সদস্য, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের (সিজেএ) প্রেসিডেন্ট ইমেরিটাস হাসান শাহরিয়ারের মৃত্যুতে সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক শোকবার্তায় বলেন, সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের ভুমিকা চির স্মরণীয় হয়ে থাকবে। বিশ্ব পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বলে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেশ তথা উপমহাদেশের সাংবাদিকতাকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। 

সিলেট প্রেসক্লাব ও সিলেটের সাংবাদিকদের প্রতি তাঁর আন্তরিক ভালোবাসা কখনো ভোলার নয়। তিনি ছিলেন সাংবাদিকতার দিকপাল। বৃহত্তর সিলেটের সন্তান বরেণ্য এই সাংবাদিক আমৃত্য ন্যায় ও সত্যের পক্ষে ছিলেন অবিচল। তাঁর মৃত্যুতে সাংবাদিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি সাধিত হলো। নেতৃবৃন্দ, মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।