SylhetNews24.com

দেশের ইতিহাসে একদিনেই আক্রান্তের রেকর্ড ৬৮৩০, মৃত্যু অর্ধশত

অনলাইন ডেস্ক

সিলেট নিউজ ২৪

প্রকাশিত : ০১:০১ এএম, ৩ এপ্রিল ২০২১ শনিবার

দেশে হু হু করে বাড়ছে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ। প্রতিদিনই ভাঙছে আক্রান্তের রেকর্ড। 

দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১৫৫ জনে।

এছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ হাজার ৮৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।

করোনা ভাইরাস নিয়ে শুক্রবার (২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এদিন ২৯ হাজার ৩৩৯ টি নমুনা পরীক্ষা করা হয়। আর শনাক্তের হার ২৩ দশমিক ২৮ ভাগ।

এর আগে বুধবার (১ এপ্রিল) দেশে আরও সর্বোচ্চ ৬ হাজার ৪৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৫৯ জন।