SylhetNews24.com

বদরুজ্জামান সেলিমের মাতা আর নেই,শুক্রবার শাহী ঈদগাহতে জানাজা

স্টাফ রিপোর্টার

সিলেট নিউজ ২৪

প্রকাশিত : ০১:২৬ এএম, ২০ নভেম্বর ২০২০ শুক্রবার

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা  বদরুজ্জামান সেলিমের মাতা জেবুন্নেছা খাতুন নীরু আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মীরবক্সটোলার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৫ ছেলে সন্তান রেখে গেছেন।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানান, সিলেট নগরীর শাহী ঈদগাহ হাজারীবাগের (বাসা নং-৫১) বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ি মরহুম জহির উদ্দিন তারু মিয়ার স্ত্রী জেবুন্নেছা খাতুনের জানাজা আজ শুক্রবার বেলা ২টায় (বাদ জুমা) ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পরে তাকে মানিকপীর (র.) কবরস্থানে দাফন করা হবে।