SylhetNews24.com

করোনার পর ফুসফুসে সংক্রমণ, হাসপাতালে হাবিবুল বাশার

অনলাইন ডেস্ক

সিলেট নিউজ ২৪

প্রকাশিত : ০৮:১২ পিএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফুসফুসে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে গত সপ্তাহে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।

হাসপাতালে ভর্তির কথা বাশার নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। বাশার জানান, ফুসফুসের সংক্রমণের কারণে তাকে চিকিৎসক দ্রুত ভর্তি হওয়ার জন্য বলেন। তবে তার কোনো জ্বর বা শ্বাস প্রশ্বাসে সমস্যা নেই।

গত সপ্তাহে দুদিন জ্বরে ভোগার পর পরিবারের সবাইকে নিয়ে করোনা পরীক্ষা করান বাশার। একমাত্র তার পজিটিভ ফল আসে।