SylhetNews24.com

অনিশ্চয়তার মধ্যে মজার খবর: মেয়র নির্বাচিত হয়েছে কুকুর!

অনলাইন ডেস্ক

সিলেট নিউজ ২৪

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার

প্রেসিডেন্ট নির্বাচনে ফল ঘোষণার অপেক্ষায় মার্কিনিরা। চরম অনিশ্চয়তা ও শঙ্কা কাজ করছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরে। বিভিন্ন শহরে চলছে বিক্ষোভও। 

এত কিছুর পরও ঘটে চলেছে মজার কিছু ঘটনা। দেশটির কেন্টাকির একটি শহরের মেয়র ঘোষণা করা হয়েছে এক কুকুরকে। 

কুকুরটির নাম উইলবার বেস্ট। এটি একটি ফ্রেঞ্চ বুলডগ। আগামী চার বছরের জন্য মেয়র হয়েছে সে। ১৩ হাজার ১৪৩ ভোট পেয়ে উইলবার কেন্টাকি অঙ্গরাজ্যের র‌্যাবিট হ্যাশ শহরের মেয়র পদে নির্বাচিত হয়েছে। 

উইলবারের মুখপাত্র, অর্থাৎ তার মালিক এমি নোল্যান্ড জানান, ছোট্ট এই র‌্যাবিট হ্যাশ শহরে কখনোই কোনো মানুষকে মেয়র পদে বসানো হয়নি। ১৯৯০ সাল থেকে এই চল সেখানে। 

সে সময় একজন স্থানীয় বাসিন্দা ১৯৯০-এর দশকে প্রস্তাব করেন, সেখানে ইতিহাস চর্চা করে যে সমিতি তার অর্থ সংগ্রহের জন্য মানুষ নয়, কোনো প্রাণীকে মেয়র নির্বাচিত করা হোক। আর তখন থেকেই এ রীতি চলে আসছে। 

১৯৯০ সালে র‌্যাবিট হ্যাশ শহরে প্রথম যে কুকুরটি মেয়র নির্বাচিত হয় তার নাম গুফি। এর পর পাঁচবার ওই শহরে কুকুরের নেতৃত্বকে বরণ করা হয়েছে।

এমি নোল্যান্ড জানান, উইলবার নাকি তার নতুন দায়িত্বকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে।