SylhetNews24.com

করোনায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সাব রেজিস্টারের মৃত্যু

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি

সিলেট নিউজ ২৪

প্রকাশিত : ০৮:১৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সাব রেজিস্টার মো. জাফর আহমেদের (৪২) মৃত্যু হয়েছে। 
বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুনামগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম জানান, জাফর আহমেদ করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. শামছুদ্দিন আহমদ জানিয়েছেন, জ্বর-কাশি থাকায় গত ২৭ আগস্ট জাফর আহমেদ করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। এরপর ২৮ আগস্ট ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হন তিনি। ২৯ আগস্ট তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে ওখান থেকে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে ভোরে তার মৃত্যু হয়েছে।