SylhetNews24.com

বিশ্বনাথে শিশুদের হাসি নিয়ে তারাবিহ রেখে মসজিদে মুসল্লিদের সংঘর্ষ

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেট নিউজ ২৪

প্রকাশিত : ০১:৩৯ এএম, ১০ মে ২০২০ রোববার

সিলেটের বিশ্বনাথের পল্লীতে নামাজে শিশুদের হাসি,দুষ্টুমিকে কেন্দ্র করে মসজিদের ভেতরেই সংঘর্ষে জড়িয়েছেন মুসল্লিরা।

শরিবার (৯ মে) তারাবিহ’র নামাজের আগ মুহুর্তে উপজেলার দেওকলস ইউনিয়নের মুঠুককোনা গ্রামের পূর্ব জামে মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয় সিরাজ মিয়া ও জিলু মিয়া গোষ্ঠির মধ্যে এ সংঘর্ষ হয়। এতে অনন্ত ৫-৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার তারাবির নামাজের সময় পেছেনের সারিতে শিশুরা দুষ্টামি ও হাসি-তামাশা করছিল। এতে নামাজে ব্যঘাত ঘটে মুসল্লিদের। এ নিয়ে শনিবার আসরের নামাজের পর মুসল্লিদের মধ্যে মসজিদ প্রাঙ্গনে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মসজিদ ত্যাগ করে বাড়ি চলে যান। এরপর রাতে প্রতিদিনের ন্যায় এশার আযান দিচ্ছিলে মসজিদের মুয়াজ্জিন গ্রামের জিলু মিয়া।
আযান শেষ হবার সাথে সাথেই কথাকাটাকাটির জের ধরে মসজিদের ভেতরেই তার উপর হামলা করেন সিরাজ মিয়া ও তার ছেলে সুয়েব মিয়া। এসময় তারাবিহ পড়তে আসা উভয় পক্ষের লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, শিশুদের ঝগড়াকে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এশার আযান শেষ হবার সাথে সাথেই একজনের উপর হামলা করেছে অপর পক্ষ। বেশক’জন আহত আছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।