SylhetNews24.com

শাবিতে সেলিম আল দীনের নাটক নিয়ে পিএইচডি সেমিনার

নিউজ ডেস্ক

সিলেট নিউজ ২৪

প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ‘সেলিম আল দীনের নাটকে দলিত শ্রেণি’ শীর্ষক পিএইচডি গবেষণা নিয়ে পাবলিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৩০৪ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় ‘সেলিম আল দীনের নাটকে দলিত শ্রেণি’ শীর্ষক পিএইচডি গবেষণাপত্রের ‘বাংলাদেশের নাটকে দলিত শ্রেণি : একটি সমীক্ষা’ অংশ তত্ত্বাবধায়কের নিকট সাবমিট করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও গবেষক মো. জাহাঙ্গীর আলম। পরে উক্ত সেমিনারে এ গবেষণাপত্র উপস্থাপন করেন তিনি।

এসময় গবেষকের তত্ত্বাবধায়ক ও বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. আশ্রাফুল করিমের সভাপতিত্বে ও অধ্যাপক ড. নিলুফা আক্তারের সঞ্চালনায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে অধ্যাপক ড. আশ্রাফুল করিম বলেন, ‘সেলিম আল দীনের নাটকে বিরাট জায়গা জুড়ে আছে সমাজের দলিত শ্রেণি। কেননা তার নাটকে সমাজের দলিত শ্রেণির জীবনযাপন, দুঃখ-দূর্দশা, নিপীড়ন-নির্যাতন, তাদের সংগ্রাম, ব্যাপকভাবে জায়গা দখল করে আছে। এগুলি গবেষকের  গবেষণায় উঠে আসবে। আমি মনে করি, সেলিম আল দীন এর অবদান নিয়ে পরিচালিত এ গবেষণাটি একবারেই মৌলিক।  আশা করি, গবেষকের এ গবেষণা বাংলা সাহিত্য চর্চায় নতুন মাত্রা যোগ করবে।’  

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম. অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, প্রেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আলী ওয়াক্কাসসহ বাংলা বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।