SylhetNews24.com

ট্রেন দুর্ঘটনায় নিহত ১৬ জনের পরিচয় মিলেছে

অনলাইন ডেস্ক

সিলেট নিউজ ২৪

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে নিহত ১৬ জনের পরিচয় মিলেছে।

নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার জাহেদা খাতুন (৩০), চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পশ্চিম রাজারগাঁও গ্রামের মুজিবুর রহমান (৫৫) ও তার স্ত্রী কুলসুম বেগম (৪৫), হবিগঞ্জের বানিয়াচংয়ের আল-আমিন (৩০), একই এলাকার সোহামনি (৩), আদিবা (২), হবিগঞ্জের আনোয়ারপুরের আলী মোহাম্মদ ইউসুফ (৩২), হবিগঞ্জের বোল্লা গ্রামের ইয়াছিন আরাফাত (১০), হবিগঞ্জ সদেরর রিপন মিয়া (২৫), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তিরেরগাঁওয়ের সুজন আহমেদ (২৪), একই এলাকার পিয়ারা বেগম (৩২), চাঁদপুরের উত্তর বালিয়ার ফারজানা আক্তার (১৫), চাঁদপুরের হাইমচরের কাকলী (২০), একই এলাকার মরিয়ম (৪), নোয়াখালীর মাইজদির রবি হরিজন (২৩)।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ঘটনাস্থলে ১০ জন, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল  হাসপাতালে দুইজন, কসবায় তিনজন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। দুর্ঘটনাস্থলের কাছাকাছি বায়েক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের অস্থায়ী ক্যাম্পে ১০টি মরদেহ রাখা হয়েছিল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা প্রশাসন মোট আটটি মরদেহ বিনা তদন্তে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এদিকে আহত ৪১ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ও ১৩ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও গুরুতর আহত বেশ কয়েকজনকে ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।