SylhetNews24.com

সিলেটে ওয়েল ফুডকে ৭০ হাজার টাকা জরিমানা,৪`শ কেজি সেমাই ধ্বংশ

বিশেষ প্রতিনিধি

সিলেট নিউজ ২৪

প্রকাশিত : ০৪:০২ পিএম, ২২ মে ২০১৯ বুধবার

পুড়িয়ে দেওয়া হয়েছে অভিযানে জব্দ ওয়েল ফুডের ৪০০ কেজি সেমাই

পুড়িয়ে দেওয়া হয়েছে অভিযানে জব্দ ওয়েল ফুডের ৪০০ কেজি সেমাই

সিলেট নগরীর গোটাটিকরস্থ বিসিক এলাকায় ওয়েল ফুডের কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মেয়াদোত্তীর্ণ সেমাই ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ মে) দুপুরে এই অভিযান চালানো হয়। সিলেটে পবিত্র রমজানের শুরু থেকে নিয়মিত ভেজাল বিরোধী অভিযান চলছে। এরই অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে বুধবার বিসিক শিল্পনগরী নগরীতে অভিযান পরিচালনা করা হয়।

শাহিনা আক্তার জানান, নোংরা পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ সেমাই সংরক্ষণ ও হাইকোর্ট ঘোষিত মানহীন একটি পণ্য পাওয়ায় ওয়েলফুডকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে প্রায় ৪০০ কেজি সেমাই পুড়িয়ে ফেলা হয়।