SylhetNews24.com

ঐতিহ্য সংরক্ষন করেই নির্ধারিত স্থানে হাসপাতাল হবে

সিলেট নিউজ ২৪

প্রকাশিত : ১২:৩৯ এএম, ১৮ মে ২০১৯ শনিবার

সিলেট নগরীর চৌহাট্টাস্থ আবু সিনা ছাত্রাবাসস্থল পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন এমপি।

শুক্রবার (১৭ মে) বিকেলে তিনি রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে ছাত্রাবাসস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি উপস্থিত নেতৃবৃন্দকে জানান, ঐতিহ্য সংরক্ষন করেই নির্ধারিত স্থানে হাসপাতাল নির্মাণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মিয়া প্রমুখ।