SylhetNews24.com

সিলেটে আড়ং’র নিজস্ব ভবনে নতুন আউটলেটের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি

সিলেট নিউজ ২৪

প্রকাশিত : ০৭:১৮ পিএম, ৪ মে ২০১৯ শনিবার

সিলেটে ফ্যাশন হাউস আড়ং’র নতুন আউটলেটের উদ্বোধন হয়েছে। আজ শনিবার সকালে নগরীর জেলরোডস্থ নিজস্ব ভবনে এই আউটলেটের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন  ব্র্যাকের চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, ব্র্যাক এন্টারপ্রাইজের সিনিয়র ডিরেক্টর তামারা হাসান আবেদ ।

সিলেটের এই আউটলেটটি ঢাকার বাইরে আড়ং’র সর্ববৃহৎ আউটলেট। ২৭ হাজার স্কয়ার ফুটের তিন তলা ভবনে আড়ং ছাড়াও থাকছে গ্র্যাসরুটস ক্যাফে, আড়ংয়ের সাবব্র্যান্ড তাগা এবং তাগাম্যান। আড়ং কর্তৃপক্ষ জানিয়েছেন, সিলেটে আড়ংয়ের এই নতুন আউটলেটে ১১০ জন মানুষ কাজ করছেন।