SylhetNews24.com

সাবেক এমপি আবদুল মজিদের দাফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি

সিলেট নিউজ ২৪

প্রকাশিত : ০৫:২০ এএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

সুনামগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা সাবেক এমপি আবদুল মজিদের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে তাকে সমাহিত করা হয়। জানাজার শুরুতে আবদুল মজিদের মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়।

জানাজায় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি চান মিয়া, পৌর মেয়র নাদের বখত, পিপি অ্যাডভোকেট ড. খায়রুল কবীর রুমেন, অ্যাডভোকেট শাহ আলম তুলিপ, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীকসহ জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও জেলা শহরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত টানা কয়েকদিন সিলেট এমএজি ওসমানী হাসপাতালে লাইফ সাপের্টে থাকার পর ৭০ বছর বয়সী সাবেক এই এমপি শনিবার সকালে হাসপাতালেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন।