SylhetNews24.com

স্মার্টফোনের অভ্যন্তরীণ পরীক্ষার জন্য প্রযুক্তি বাংলাদেশের

সিলেট নিউজ ২৪

প্রকাশিত : ১০:২৬ পিএম, ১৭ মার্চ ২০১৯ রোববার

বিশ্বজুড়ে ব্র্যান্ডের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো ফোন তৈরির আগে অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা করে থাকে। এসব ফোন অভ্যন্তরীণ পরীক্ষার জন্য যে প্রযুক্তির প্রয়োজন তা তৈরি করছে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা।

জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান হলোর টেকনোলজি আইএনসি এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করছে।

এর ফলে বাংলাদেশে দক্ষ কর্মী তৈরি, কর্মসংস্থান এবং বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরো দৃঢ় হচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে সম্প্রতি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে ক্লাউড কোডার লিমিটেড (বাংলাদেশ) ও হলোর টেকনোলজি আইএনসি (জাপান)। রোববার গুলশানের ক্লাউড কোডারের নিজ অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- হলোর টেকনোলজির চীফ অপারেটিং অফিসার মিতসুমাসা সুৎসুই, সিটিও আশরাফুল ইসলাম, ক্লাউড কোডারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাফসান জানি সামির, হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস সোহেল মল্লিক রণ প্রমুখ।

জাপানের বিখ্যাত ইলেকট্রনিক্স কোম্পানি তোসিবাতে ৩২ বছর কর্মজীবন অতিবাহিত করা হলোর টেকনোলজির চীফ অপারেটিং অফিসার মিতসুমাসা সুৎসুই চুক্তির বিষয়ে বলেন, ইলেকট্রনিক্স চিপ ডিজাইনে (বিশেষ করে অ্যানালগ সার্কিট ডিজাইন) বিশ্বমানের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজের জন্য যথেষ্ট নয়। যারা এ বিষয়ে আগ্রহী, তাদের আমরা পরামর্শ এবং প্রশিক্ষণের মাধ্যমে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজের উপযোগী করে তুলতে চাই।

ক্লাউড কোডারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাফসান জানি সামির বলেন, আমরা দীর্ঘ দিন ধরে এমন একটি সম্ভাবনার অপেক্ষায় ছিলাম। এই চুক্তির ফলে বাংলাদেশের ছেলে-মেয়েদের জন্য কর্মসংস্থান এবং বৈশ্বিক পর্যায়ে স্মার্টফোন ডিভাইসের উচ্চমাত্রার প্রশিক্ষণের সুযোগ পাবে। এর মাধ্যমে কাজের অভিজ্ঞতা এবং বিশ্ব বাজারে বাংলাদেশের চাহিদাও বেড়ে যাবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে অনেক মেধাবী রয়েছে। কিন্তু যুগোপযোগি দক্ষতার অভাবে তাদের মেধাকে কাজে লাগাতে পারছে না। তাই কাজ শিখতে ও কাজের সুযোগ করে দিতে কাজ করবে বাংলাদেশ ও জাপানের দুই প্রতিষ্ঠান। দক্ষতার প্রয়োজনে হলোর টেকনোলজি তাদেরকে সরাসরি জাপানে চাকরির ব্যবস্থা করে দেবে।