SylhetNews24.com

এডভোকেট মইনুদ্দিন জালালের চেহলাম আজ শুক্রবার

সিলেটনিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:৩২ পিএম, ১৫ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৪৫ পিএম, ১৫ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

বাংলাদেশ যুব ইউনিয়নের সাবেক প্রেসিডিয়াম মেম্বার, পরিবেশবাদী আন্তর্জাতিক সংগঠন অঙ্গীকার বাংলাদেশ’র পরিচালকমন্ডলীর সদস্য অ্যাডভোকেট মইনুদ্দিন আহমদ জালালের চেহলাম শুক্রবার অনুষ্ঠিত হবে।
দক্ষিণ সুরমার ধরাধরপুর গ্রামে প্রয়াত মইনুদ্দিন আহমদ জালালের বাড়িতে এ উপলক্ষে আজ বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মইনুদ্দিন আহমদ জালালের রাজনৈতিক সহকর্মী, বন্ধু, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্খীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মইনুদ্দিন আহমদ জালাল গত ১৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে ভারতের শিলংয়ের উডল্যা- হাসপাতালে ইন্তেকাল করেন।