SylhetNews24.com

কাবা চত্বরে পেট্রল ঢেলে নিজ গায়ে আগুন লাগানোর চেষ্টা এক ব্যক্তির

সিলেটনিউজ২৪.কম

প্রকাশিত : ০৫:০১ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

মুসলিমদের পবিত্র স্থান কাবা। বছরজুড়ে কোটি মুসলিমের সমাগম হয় সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র ওই স্থানটিতে।

সেই কাবা চত্বরেই নাকি পেট্রল ঢেলে নিজ গায়ে আগুন লাগাতে চেয়েছিলেন এক ব্যক্তি।  বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে। 

স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। পরে অবশ্য সৌদি পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। তাঁর বয়স ৪০-এর কোঠায়। 

কাবার দায়িত্বে থাকা পুলিশ বলেছে, ‘ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ।’

ঘটনাটির একটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি মুসল্লি ও নিরাপত্তারক্ষীদের ভিড় থেকে পালানোর চেষ্টা করছেন। 

তবে সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে ভিন্ন তথ্য। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তারা জানায়, ওই ব্যক্তি কাবার গিলাফে (কালো কাপড়) পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করছিলেন। ঘটনাটি চোখে পড়লে নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে আটক করেন। 

সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে আক্রমণের ঘটনা নতুন নয়। ২০১৬ সালের মে মাসে মদিনায় অবস্থিত মসজিদে নববীতে আত্মঘাতী বোমা হামলার চেষ্টা করেন এক ব্যক্তি। সে সময় পুলিশি তৎপরতায় হামলা ব্যর্থ হলেও ওই ব্যক্তিসহ নিহত হন চার পুলিশ সদস্য। আহত হন আরো পাঁচজন।