SylhetNews24.com

রোমানিয়ান গার্লফ্রেন্ড লুলিয়াকে সালমানের চুমুর ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল!

সিলেটনিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:৫১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার

রোমানিয়ান গার্লফ্রেন্ড লুলিয়াকে চুমু খেতে গিয়ে ধরা পড়লেন বলিউড সুপারস্টার সালমান খান। শুক্রবার দুবাই বিমানবন্দরে ফ্রেমবন্দি হলেন এই জুটি।

শুধু তাই নয়, একে অপরকে জড়িয়ে ধরে চুমুও খেতে নাকি দেখা গেছে। এক অতি উত্সাহী ভক্ত সে ছবি তুলেও রেখেছেন ক্যামেরায়। মুহূর্তে সেই চুমুর ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল।

সম্প্রতি একটি অনুষ্ঠানে পুরস্কার নিতেই দুবাই গেছেন সালমান খান। তার সঙ্গী লুলিয়া। কিন্তু বিমানবন্দরেই যে এই কাণ্ড ঘটবে তা কে বা জানত?

আগামী দিনে কি সত্যিই বিয়ে করবেন সালমান খান ও লুলিয়া জুটি? এই প্রশ্নের উত্তরে সালমান বলেছিলেন, ‘প্রথম দিকে ভাবতাম আমার বিয়ের বয়স হয়নি। তার পর এক সময় বিয়ের বয়স পেরিয়ে গেল। আর এখন ভাবছি বিয়ে করব। কিন্তু আমার হাতে কোনো অপশন নেই…।’

সালমানের ওই কথাকে উড়িয়ে দিয়ে আপাতত তার বিয়ের অপেক্ষায় দিন গুনছেন সালমান ভক্তরা।