SylhetNews24.com

অধ্যাপক ড.আনিসুজ্জামানকে এসএমএসে হত্যার হুমকি

সিলেটনিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:৩২ পিএম, ১০ নভেম্বর ২০১৫ মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান মোবাইল এসএমএসে হত্যার হুমকি পেয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে তিনি রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ড. আনিসুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে মোবাইল এসএমএসের মাধ্যমে তাকে হত্যার এই হুমকি দেওয়া হয়।’

তিনি বলেন, ‘বিকেলে আমার মোবাইলে একটি এসএমএস আসে, সেটা আমি খুলে দেখি- বিশুদ্ধ ভাষায় ইংরেজিতে যে লেখা আছে, তার সারমর্ম হচ্ছে আমি ব্লগারদের সমর্থন করি কেন? আপনি কি চাপাতির আঘাতে মরতে চান।’

গুলশান থানার ওসি মো. সিরাজুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হুমকিদাতাদের শনাক্তে চেষ্টা চলছে।