SylhetNews24.com

পংকীর রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

সিলেটনিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ২৯ এপ্রিল ২০১১ শুক্রবার | আপডেট: ০২:৪৯ পিএম, ৩০ এপ্রিল ২০১১ শনিবারবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকীর রোগমুক্তি কামনায় ক্রবার বাদ জুমা নয়াসড়ক জামে মসজিদে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নয়াসড়ক জামে সমজিদের ইমাম মাওলানা বুরহান উদ্দিনী, দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাজী মিলাদ আহমদ, মীর্জা বেলায়েত হোসেন, লিটন, আবুল কাহের, মহানগর ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, জেলা ও মহানগর ছাত্রদল নেতা জিল্লুল হক জিলু, আফসর খান, ফাহিম আহমদ চৌধুরী, ইমাদ উদ্দিন চৌধুরী, মুহিবুর রহমান, শিপলু, আব্দুল কাহির, মতিউর রহমান শিমুল, আলী আকরাম রাজন, নাজিম উদ্দিন, সুমন আহমদ, শাওন প্রমুখ।
উল্লেখ্য ,মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হৃদরোগে আক্রান্ত হয়ে এলাইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।