SylhetNews24.com

খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে করেছেন ব্রিটিশ হাইকমিশনার গিবসন

সিলেটনিউজ২৪.কম

প্রকাশিত : ০১:১৫ পিএম, ৮ এপ্রিল ২০১৫ বুধবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।

বুধবার বিকেল পাঁচটার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় অপর একজনকে নিয়ে প্রবেশ করেন গিবসন। প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে তিনি সন্ধ্যা ছয়টার দিকে বেরিয়ে যান।

 তবে বেরিয়ে যাওয়ার সময় গিবসন সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। এমনকি বিএনপির পক্ষ থেকেও এ বিষয়ে কিছু বলা হয়নি।

 বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।