SylhetNews24.com

সিলেট হলিসিটি ফ্রি ফ্রাইডে ক্লিনিকে সাড়ে ৬ হাজার রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

সিলেটনিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ১৮ এপ্রিল ২০১৪ শুক্রবার | আপডেট: ০৭:২৩ পিএম, ১৮ এপ্রিল ২০১৪ শুক্রবার

সিলেট হলিসিটি লায়ন্স ক্লাব পরিচালিত ফ্রি ফ্রাইডে ক্লিনিকের এক যুগপূর্তি উপলক্ষে শুক্রবার নগরীর ফাজিলচিস্ত আবাসিক এলাকার খন্দকার হাউসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ফ্রি ফ্রাইডে ক্লিনিকের সার্বিক দায়িত্বে নিয়োজিত লায়ন খন্দকার শিপার আহমদের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,লায়ন জেলা ৩১৫ বি.১ বাংলাদেশের জেলা গর্ভনর ডা. আজিজুর রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিজিয়নাল চেয়ারম্যান হেড কোয়ার্টার ডা. এ হাসান, ভাইস গর্ভনর সফিউল আজম ভুইয়া, রিজিয়ন চেয়ারম্যান পার্সন হেডকোয়ার্টার গৌতম লাল দত্ত, রিজিয়নাল চেয়ারম্যান হেড কোয়ার্টার মুহিবুর রহমান, জোন চেয়ারম্যান মনসুর আলম চৌধুরী, জোন চেয়ারম্যান আলী আকিক, জয়েন্ট কেবিনেট সেক্রেটারী চন্দন সাহা, পিন্টু চক্রবর্তী, লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির প্রেসিডেন্ট গৌতম বনিক,

রিজিয়ন চেয়ারম্যান হেডকোয়ার্টার লায়ন দেওয়ান নাসিরুল হক, বাংলাদেশ ৩১৫ বি.১ জেলা কেবিনেট সেক্রেটারী সওয়ার জামিল, রিজিয়ন চেয়ারম্যান হেড কোয়ার্টার সৈয়দ মোস্তফা কামাল, নুরুল আলম নজরুল, লায়ন আবুল কাশেম,

ফ্রি ফ্রাইডে ক্লিনিক এর চিকিৎসক ডা. মকবুল হোসেন, বাংলাদেশ ৩১৫ বি.১ জেলা কোষাধ্যক্ষ লায়ন সেজওয়ান আহমদ, লায়ন বোরহানুজ্জামান ওমর, আবুল কাসেম, লায়ন্স সিলেট হলিসিটির সেক্রেটারী মনোয়ার হেলাল, খালেদ আহমদ, আমেনা ফেরদৌসি, আব্দুল মুকিত, ইঞ্জিনিয়ার তাহের প্রমুখ।

২০০৩ সালের ৩ ফেব্রুয়ারিতে শুরু হওয়া সিলেট হলিসিটি লায়ন ক্লাবের ফাজিলচিস্ত এলাকার খন্দকার হাউসে অবস্থিত ফ্রি ফ্রাইডে ক্লিনিকে এ পর্যন্ত ৬ হাজার ৪০০ রোগির চিকিৎসা ও বিনামুল্যে ৩৭ লাখ ২৪ হাজার টাকার ঔষধ প্রদান করা হয়েছে বলে সভায় জানানো হয়।