SylhetNews24.com

সদর উপজেলার ৮ ইউনিয়নের নির্বাচনকে শান্তি পূর্ণ করতে নানা প্রস্তুতি

সিলেটনিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ২৬ এপ্রিল ২০১১ মঙ্গলবার | আপডেট: ০৪:৫৬ পিএম, ২৮ এপ্রিল ২০১১ বৃহস্পতিবার


সিলেট সদর উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সমন্বয় সভায় আগামী ৩১ মে অনুষ্ঠিতব্য উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নানা প্রস্তুতি নেয়া হয়েছে।

 

নির্বাচনকে সামনে রেখে কালো টাকা ও পেশীশক্তির ব্যবহার প্রতিরোধ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আবান জানানো হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। সভায় আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্ঠা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।


আলোচনায় অংশ নেন কমিটির সদস্য নিজাম উদ্দিন, মখলিছুর রহমান, মকসুদ আহমদ মকসুদ, টুকের বাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহিদ আহমদ, হাটখোলা ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, খাদিমপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিম বাবুল ও কোতয়ালী মডেল থানার প্রতিনিধি।

এদিকে আর্সেনিক রোগ নির্ণয় ও ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে আর্সেনিক বিষয়ে নানা তথ্য, উপাত্ত, রোগ নির্ণয় ও প্রতিকার বিষয়ে আলোচনা করেন আর্সেনিক প্রোগ্রামের ন্যাশনাল রিসোর্স পারসন ডাঃ আব্দুল আলীম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল ওয়াদুদ প্রমুখ।