SylhetNews24.com

নাদিরা নুসরাত মাশিয়াত ডাক্তার হতে চায়

সিলেটনিউজ২৪.কম

প্রকাশিত : ১১:২৩ এএম, ১৩ মে ২০১১ শুক্রবার | আপডেট: ০৪:৪৫ এএম, ২০ মে ২০১১ শুক্রবার

গর্বিত মা-বাবার সাথে স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী নাদিরা নুসরাত মাশিয়াত

গর্বিত মা-বাবার সাথে স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী নাদিরা নুসরাত মাশিয়াত

সিলেট র্স্কলাস হোম স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থী নাদিরা নুসরাত মাশিয়াত লেখাপড়া শেষে সে একজন ডাক্তার হতে চায় । এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে সে।

সিলেটের গল্পকার,লেখক সাংবাদিক সেলিম আউয়াল ও স্কুল শিক্ষিকা আফিয়া সুলতানার প্রথম সন্তান মাশিয়াত। সে জানায়, তার সাফল্যর পিছনে শিক্ষক, দাদু, মা-বাবা ও চাচা চাচীদের ভূমিকা সবচেয়ে বেশি। তার মতে নিয়মিত  লেখাপড়া করলে ভাল ফলাফল করা সবার পক্ষে সম্ভব।

মাশিয়াত শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় সিলেট জেলা,বিভাগ ও জাতীয় পর্যায়ে পুরষ্কার পেয়েছে। সে ইউনিসেফ এর শিশু বার্তা সংস্থা-শিশু প্রকাশ এর সিলেটস্থ ক্ষুদে সাংবাদিক। তার প্রিয় ব্যক্তিত্ব হযরত মোহাম্মদ (সা:)। বই পড়া তার প্রিয় বিষয়।  মাশিয়াতের দাদা মরহুম মো. আব্দুল ওয়াহিদ এবং নানা আলহাজ্ব আব্দুল মোছাউয়ীর আনসারী। তাদের গ্রামের বাড়ী বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের খুজগিপুর মোল্লা বাড়ী।  সে সবার দোয়া প্রার্থী।