তিন বছর পর চিত্রনায়িকা অন্তরার লাশ উত্তোলন করেছে পুলিশ

চলচ্চিত্রের প্রয়াত নায়িকা অন্তরার মরদেহ তিন বছর পর কবর থেকে উত্তোলন করেছে পুলিশ।
মারা যাওয়ার তিন বছর পর আদালতের নির্দেশ অনুযায়ী আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর আজিমপুর কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হলো।
অন্তরা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
উত্তোলন করে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এডিসি আমিনুল জানান, অন্তরার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছিলেন মা আমেনা খাতুন। ২০১৫ সালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অন্তরাকে হত্যার অভিযোগ এনে পিটিশন মামলা করেন তিনি। এরপর গত ১২ জানুয়ারি সিএমএম অন্তরার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে ১১ ফেব্রুয়ারির মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৪ সালের ৮ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অন্তরার মৃত্যু হয় বলে জানানো হয়েছিল পরিবারের পক্ষ থেকে। অন্তরার স্বামীর নাম শফিকুল ইসলাম খোকন মিয়া। তাঁর বাড়ি গাজীপুরের শ্রীপুরের মাওনা উত্তরপাড়া এলাকায়। ২০১০ সালের ২৬ মে অন্তরা ও খোকন বিয়ে করেন। প্রয়াত অন্তরার বাড়ি চাঁদপুর জেলা সদরের চরপুয়া গ্রামে।
তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলাম আরো জানান, লাশের ময়নাতদন্ত এবং ডিএনএ টেস্টের প্রতিবেদনের মধ্য দিয়ে মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অন্তরা অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘পাগল মন’, ‘প্রেমের কসম’, ‘লেডি র্যাম্বো’, ‘শয়তান মানুষ’, ‘নাগ-নাগিনীর প্রেম’
- মামলায় স্বামী দাবিদার শাওনকে অব্যাহতি: শাওনের সঙ্গে বিয়ে হয়েছিল মাহির !
- পুলিশি প্রহরায় অপুর গাড়িতে করে নায়িকাবধূ সেন্টারে: সাতকরা আর গরুর মাংসে মাহির বৌভাত
- প্রভার স্ট্যাটাস: সবার আগে সুইসাইড করতাম আমি
- তিন বছর পর চিত্রনায়িকা অন্তরার লাশ উত্তোলন করেছে পুলিশ
- নায়িকা হ্যাপি ধর্ষণ মামলায় পেসার রুবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ
- সামিরার সঙ্গে পরকীয়ার প্রশ্নই আসে না- মোস্তাক ওয়াইজ
- ছবির পর বিয়ের কাবিননামা সোশ্যাল মিডিয়াতে: এবার কী বলবেন পরীমনি ?
- সিলেটে বোমা বিস্ফোরণে ঢাকাই চলচ্ছিত্রের নায়িকা ববি আহত
- ‘কোচাদাইয়ান’ : বোমা ফাটালেন দীপিকা
- আইটেম গার্ল মিথিলার আত্মহত্যার নেপথ্যে ’অপমান’
- আমি শাকিবের স্ত্রী, ছেলেও আছে: অপু বিশ্বাস- ছেলের দায়িত্ব নেব, অপুরটা ভেবে দেখব: শাকিব
- বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়ার আত্মহত্যার চেষ্টা!!
- `গালি` দেয়ার জন্য বুবলীকে `সরি` বললেন অপু
- বউ-শাশুড়ির মধ্যে খিটিমিটি : বিচ্ছেদের গুঞ্জন অভিষেক-ঐশ্বরিয়ার
- ইটালিতে ঘর বাঁধলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি