কলকাতায় গিয়ে পূজা উদ্বোধন, ক্ষমা চাইলেন সাকিব
অনলাইন ডেস্ক

ভারতের কলকাতায় কালীপূজার একটি অনুষ্ঠানে যাওয়া নিয়ে সমালোচনার হওয়ায় ক্ষমা চাইলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
সোমবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তা দিয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
নিজেকে গর্বিত মুসলমান আখ্যা দিয়ে সাকিব বলেন, ‘অবশ্যই খুবই সেনসেটিভ। আমি প্রথমেই বলতে চাই, আমি নিজেকে একজন গর্বিত মুসলমান হিসেবে মনে করি এবং আমি সেটাই চেষ্টা করি পালন করার। ভুল ত্রুটি হবেই এবং ভুল ত্রুটি নিয়েই আসলে আমরা চলাফেরা করি। আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্যও আমি ক্ষমা প্রার্থনা করছি।’
ভিডিও বার্তায় সাকিব জানালেন, তিনি পূজার উদ্বোধন করেননি। ওখানে যাওয়ার আগেই সেটি উদ্বোধন করা হয়। সাকিব বলেন, ‘এখন আসি পূজার বিষয়টি নিয়ে, পূজার বিষয়টি এখানে আসলে নিউজ, মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়া সব জায়গায় এসেছে আমি পূজার উদ্বোধন করতে গিয়েছি। যেটা আসলে আমি কখনো আমি যাইওনি কিংবা করিওনি।
এটির প্রমাণ আপনারা অবশ্যই পাবেন। যেটি হচ্ছে অনেক সাংবাদিক ভাইবোনেরাই সেখানে ছিলেন, যাদেরকে হয়তো ইনভাইট করেছেন কিংবা আপনারা যদি সেখানের ইনভাইটেশন কার্ডটা দেখেন, কার্ডে লেখা আছে, কে আসলে ওইটার উদ্বোধন করেছেন।’
সাকিব আরও বলেন, ‘দুই মিনিট আমি পূজা মণ্ডপে ছিলাম, সেটা নিয়ে সবাই বলেছে। অনেকের ধারণা, আমি পূজা উদ্বোধন করতে গিয়েছি। যেটা আমি কখনোই করিনি এবং একজন সচেতন মুসলমান হিসেবে এটা আমি কখনোই করব না। তারপরও ওখানে যাওয়াটাই হয়তো আমার ঠিক হয়নি।’
গত ১৩ নভেম্বর কলকাতার বেলেঘাটায় কালীপূজার অনুষ্ঠানে যান সাকিব। তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিধায়ক পরেশ পালের আমন্ত্রণে এই পূজা উদ্বোধনে যান। সাকিব বেনাপোল-পেট্রোপোল সীমান্ত দিয়ে কলকাতায় যান। বাংলাদেশের উপ-হাইকমিশনার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাডা ভারতের সাবেক পেসার শিবশঙ্কর পাল ছিলেন সাকিবদের সঙ্গে।
অনুষ্ঠান শেষে সাকিব বলেছিলেন, ‘এখানে (কলকাতায়) এসে খুবই ভালো লাগছে। কলকাতাকে নিজের শহর মনে করি। এর আগে বহুবার খেলতে এসেছি। এরকম অনুষ্ঠানে এবারই প্রথম। পরেশ দা না ডাকলে আসাই হতো না।
- সিলেট এমসি কলেজ ব্যাচ-৯০’র পুনর্মিলনী ৮ জানুয়ারি
- আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের সেই লম্পট বদমাইশ শিক্ষক মাহফুজ ২ দিনের রিমান্ডে
- নাদিরা নুসরাত মাশিয়াত ডাক্তার হতে চায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ছাতকে দুই বোনের গোল্ডেন জিপিএ-৫ লাভ
- মুনের ইচ্ছে চিকিৎসক হয়ে মানুষের সেবা করা
- সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের ফাইনালে লাল-সবুজের বাংলাদেশ
- লাবিব কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়
- ছাতকের প্রাথমিক শিা ব্যবস্থা বহুমূখী সমস্যায় জর্জরিত
- শাবিতে উপাচার্য বিরোধী আন্দোলন ব্যক্তিগত কারণের জেরেই: সংবাদ সম্মেলনে তথ্য
- এডুকেশন ওয়াচ রিপোর্ট: সব সূচকে শিক্ষাক্ষেত্রে সিলেট পিছিয়ে
- ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম মাদরাসা ছাত্র আব্দুল্লাহ
- অধ্যাপক ড.আনিসুজ্জামানকে এসএমএসে হত্যার হুমকি
- টাইব্রেকারে স্পেনকে বিদায় জানাল রাশিয়া
- বেসরকারি বিশ্ববিদ্যালয় চালাতে হলে শর্ত মেনে চলতে হবে: শিক্ষামন্ত্রী