আবুল মাল আবদুল মুহিত-কে স্পোর্টস স্কুল ফুটবল লীগ শুরু শনিবার থেকে

সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর যৌথ আয়োজনে এবং কে-স্পোর্টস এর পৃষ্ঠপোষকতায় ও সিলেট জেলা’র ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আবুল মাল আবদুল মুহিত কে-স্পোর্টস স্কুল ফুটবল লীগ-২০১৮’।
আগামী ১৭ নভেম্বর শনিবার থেকে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান বেলা ২ টায় ঘটিকায় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় সিলেট জেলা ক্রীড়া ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনিবাহী সদস্য নুরে আলম খোকন, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম সংবাদ সম্মেলনে বলেন, ৮০-৯০ এর দশকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত স্কুল ফুটবল লীগ নিয়মিত অনুষ্ঠিত হতো এবং আমরাও স্কুল ফুটবল লীগ খেলে জেলা ফুটবল দলে জায়গা করে নিয়েছি।
তখনকার সময়ে স্কুল ফুটবল লীগ ছিল জাকজমকপূর্ণ এবং এতে করে তৃণমূল পর্যায় থেকে অগণিত প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বেরিয়ে এসেছে। যার দরুণ তখনকার সময়ে সিলেট তথা বাংলাদেশের ফুটবল চিত্রও ছিল গৌরবোজ্জ্বল। সিলেটের এই গৌরবগাঁথা ফুটবল ঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং তা অব্যাহত রয়েছে ও থাকবে।
সংবাদ সম্মেলনে মাহি উদ্দিন সেলিম বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় তৈরীর পরিকল্পনা সফল করতে হলে স্কুল ফুটবল প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ প্লাটফরম।
এই প্রতিযোগিতা প্রতিটি জেলায় নিয়মিতভাবে আয়োজন করা হলে সিলেটে যেমন অসংখ্য পরিমাণে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বেরিয়ে আসবে তথা ফুটবল অঙ্গনে গতির সঞ্চার হবে পাশাপাশি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য প্রতিভাবান ফুটবল খেলোয়াড়ের সুদীর্ঘ পাইপলাইন তৈরী হবে এবং একদিন আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ফুটবল গৌরবোজ্জ্বল আসনে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
- ক্রিকেট থেকে বিদায় নিলেন পাইলট
- মামুনুর রশীদ চৌধুরী স্মৃতি ক্রিকেটে চৌকিদেখী একাদশ চ্যাম্পিয়ন
- আরেকটি দাপুটে জয়ে মুস্তাফিজ ম্যাজিকে জিম্বাবুয়ে আবারও বাংলাওয়াশ
- আবুল মাল আবদুল মুহিত-কে স্পোর্টস স্কুল ফুটবল লীগ শুরু শনিবার থেকে
- ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ৩ রানে কোহলি,পরে রাহানের বিদায় : ১২৬/৩
- বিশ্বকাপে বিরল কীর্তি গড়লেন সাঙ্গাকারা :তিন ম্যাচে টানা তিন সেঞ্চুরি
- অভিনেত্রী হ্যাপি ধর্ষণ মামলায় রুবেলের জামিন, খেলতে পারছেন বিশ্বকাপে
- ভারতকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
- হাইকোর্টে হ্যাপীর রিট খারিজ, খেলায় থাকছেন রুবেল
- বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারত ? বাংলাদেশের চেয়ে ইংল্যান্ডই হতো তাঁদের সহজ প্রতিপক্ষ !
- ১৫ বছর পর সিলেট জেলা স্টেডিয়ামের মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের
- বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল : উদ্বোধনী ম্যাচে নিজের মাঠে মালেশিয়ার কাছে ১-০ গোলে হারলো বাংলাদেশ
- রুদ্ধশ্বাস ম্যাচে মেক্সিকোকেে ২-১ হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস
- দীর্ঘ অপেক্ষার অবসান: ১১ বছর পর অবশেষে বাংলাদেশে এল অস্ট্রেলিয়া ক্রিকেট দল
- বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল : উদ্বোধনী দুই ব্যাটসম্যানসহ ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ড