সিলেট থেকে নিটল-নিলয় গ্রুপের বন্ধু সেবা ও মাসব্যাপী মেলা উদ্বোধন
স্টাফ রিপোর্টার

স্বাধীনতার মাস আগামী মার্চে বাংলাদেশী ব্যান্ডের পিক-আপ ট্রাক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার ও বিদেশে রপ্তানী করার ঘোষনা দিয়েছেন দেশ বরেন্য শিল্পপতি ও বিশিষ্ট ব্যবসায়ি নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।
মঙ্গলবার ( ২ নভেম্বর) বিকেলে সিলেটের দক্ষিন সুরমার গোটাটিকরে বন্ধু সেবা কার্যক্রম ও মাসব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এই ঘোষনা দেন।
সিলেট থেকে দেশব্যাপী মেলা আনুষ্ঠানিকভাবে ফিতাকেটে ও বেলুন উডিয়ে উদ্বোধন করেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ এবং প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বিভাগ সিলেট রিজিওনের পুলিশ সুপার মো: শহীদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নিটল মটরস লিমিটেডের সিইও মোহাম্মদ তানবীর শহীদ, সিলেটের জালালাবাদ মটরস এর স্বত্তাধিকারী এহতেশামুল হক চৌধুরী ও সিলেট সিটির ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আজম খান।
প্রধান অতিথির বক্তবে হাইওয়ে পুলিশ বিভাগের সিলেট রিজিওনের পুলিশ সুপার মো: শহীদুল্লাহ করোনাকালে ট্রাক চালদের সাহসী ভূমিকার প্রসংশা করে বলেন, চালকরা করোনা মহামারির ভয়কে উপেক্ষা করে দেশের লাইফলাইন সচল রেখেছিলেন।তিনি বলেন, আপনারা দেশপ্রেমিক বীর। আপনাদের সাহসী পদক্ষেপে দেশব্যাপী খাদ্য ও মালামাল সরবরাহ সচল ছিল বলেই পাশ্ববর্তী দেশের চেয়ে আমরা অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছি। তিনি বলেন. সিলেট রিজিওন এক বছর আগে চালু হয়েছে। মাত্র আটটি ফাঁড়ি দিয়ে আমরা চলছি আরো সাতটি ফাড়ির প্রস্তাব রয়েছে। চালকদের সাথে হাইওয়ে পুলিশের বিশেষ সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি চালকদের নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে গতি নিয়ন্ত্রণ করে ও ওভারলোড না নিয়ে ট্রাক চালানোর জন্য পরামর্শ দেন। তিনি টাটার ট্রাকগুলোতে ফ্রন্ট ক্যামেরা, এবিএস ব্রেকিং সিস্টেম ও চালকদের বিশ্রামাগার সুবিধা নিশ্চিত করার জন্য নিলয় গ্রুপের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, আমরা বাংলাদেশ মডেলের মোটর সাইকেল প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছি। আগামী মার্চ মাসে বাংলাদেশ মডেলের পিক-আপ উপকার দেব। এই পিকআপ বিদেশেও রপ্তানী হবে। মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতার আম্বা দিয়েছেন। গ্রুপের চেয়ারম্যান ট্রাক ক্রেতাদের দাবির পেক্ষিতে করোনাকালীন গত দু’বছরের কিস্তির শতভাগ সুদ মওকুফের ঘোষনা দিয়েছেন।তিনি ট্রাকে ফ্রন্ট ক্যামেরা স্হাপন, চালকদের জন্য বিশ্রামাগার নির্মানের আশ্বাস দেন।তিনি চালকদের ২ লক্ষ টাকার লাইফ ইন্সুরেন্স চালুসহ বিভিন্ন সুবিধা প্রদানের ঘোষনা দেন। তিনি দেশের স্বার্থে ওভারলোড নিয়ন্ত্রন করার জন্য চালকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান পরিচালনা করে গ্রুপের সিলেটের জিএম জাহাঙ্গীর আহমদ ও এরিয়া প্রেসিডেন্ট শরিফুল ইসলাম। অনুষ্ঠানে কোম্পানীর কর্মকর্তা, বিপুল সংখ্যক মালিক ও চালকরা উপস্হিত ছিলেন।
- ক্রিকেট থেকে বিদায় নিলেন পাইলট
- মামুনুর রশীদ চৌধুরী স্মৃতি ক্রিকেটে চৌকিদেখী একাদশ চ্যাম্পিয়ন
- আরেকটি দাপুটে জয়ে মুস্তাফিজ ম্যাজিকে জিম্বাবুয়ে আবারও বাংলাওয়াশ
- আবুল মাল আবদুল মুহিত-কে স্পোর্টস স্কুল ফুটবল লীগ শুরু শনিবার থেকে
- ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ৩ রানে কোহলি,পরে রাহানের বিদায় : ১২৬/৩
- বিশ্বকাপে বিরল কীর্তি গড়লেন সাঙ্গাকারা :তিন ম্যাচে টানা তিন সেঞ্চুরি
- অভিনেত্রী হ্যাপি ধর্ষণ মামলায় রুবেলের জামিন, খেলতে পারছেন বিশ্বকাপে
- ভারতকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
- হাইকোর্টে হ্যাপীর রিট খারিজ, খেলায় থাকছেন রুবেল
- ১৫ বছর পর সিলেট জেলা স্টেডিয়ামের মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের
- বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারত ? বাংলাদেশের চেয়ে ইংল্যান্ডই হতো তাঁদের সহজ প্রতিপক্ষ !
- বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল : উদ্বোধনী ম্যাচে নিজের মাঠে মালেশিয়ার কাছে ১-০ গোলে হারলো বাংলাদেশ
- রুদ্ধশ্বাস ম্যাচে মেক্সিকোকেে ২-১ হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস
- দীর্ঘ অপেক্ষার অবসান: ১১ বছর পর অবশেষে বাংলাদেশে এল অস্ট্রেলিয়া ক্রিকেট দল
- ১০০ টাকার নতুন নোট বাজারে আসছে