সিলেট-ঢাকা ৬লেন সড়ক নির্মান প্রক্রিয়া শুরু হচ্ছে:পরিকল্পনামন্ত্রী
স্টাফ রিপোর্টার

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেন নয়, মূলত দুটি সার্ভিস লেনসহ এটি ছয় লেন প্রকল্প।এ প্রকল্পের কাজ শিঘ্রই শুরু হবে। এ জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে।
মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা (মানস) সিলেট শাখা আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের বড় বড় উন্নয়ন প্রকল্পসমুহের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব উন্নয়ন কাজের মাধ্যমে বিগত ১২ বছরে সারাদেশের আমূল পরিবর্তন সাধিত হয়েছে।
মন্ত্রী বলেন, যারা পদ্মা সেতুতে উঠলে ভেঙে পড়বে বলে হাস্যরসের সৃষ্টি করেছিলেন এখন তারাই পদ্মা সেতু দিয়ে যাতায়াত করবেন। সিলেটের উন্নয়ন ও বহুল প্রত্যাশিত সিলেট- সুনামগঞ্জ রেল সংযোগ স্থাপন নিয়ে তিনি বলেন, সিলেট থেকে রেল লাইন প্রথম সুনামগঞ্জ নিয়ে যাওয়া হবে, পরবর্তীতে হাওরের মধ্য দিয়ে রেললাইন নেত্রকোনার মোহনগঞ্জ পর্যন্ত বিস্তৃত করা হবে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাদকের অপব্যবহারের বন্ধের ব্যাপারে সরকার বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ঢেলে সাজানো হবে, যাতে তারা আরো সক্রিয়ভাবে কাজ করতে পারে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে মানস সিলেট শাখার উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ও সিলেট কমিটির অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানস কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. অরূপ রতন চৌধুরীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট লিডিং ইউনিভার্সিটির উপাচার্য বনমালী ভৌমিক, বাংলাদেশ বেতার সিলেট- এর পরিচালক জাহিদ হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।
সংগঠক কাসমির রেজা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাাখেন মানস সিলেট জেলা কমিটির সভাপতি হেলাল আহমদ। এছাড়া সুধীজনের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক জৈন্তা বার্তার সম্পাদক ফারুক আহমদ, বিটিভি সিলেট জেলা প্রতনিধি মুক্তাদীর আহমদ মুক্তা, ভোরের কাগজ পাঠক ফোরাম সিলেট পরিবারের সভাপতি অমিতা বর্ধন, লামাকাজী ইউনিয়নের মানস সভাপতি শাহনুর হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সাংবাদিক খালেদ আহমদ, গৌরি চৌধুরী, ইমজা’র সাধারণ সম্পাদক আনিস রহমান, এমসি কলেজের প্রভাষক দিলীপ রায়, তাঁতী লীগের মহানগর শাখার সভাপতি নোমান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুয়েব আহমদ, মানস গোয়াইনঘাট কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, লামাকাজি ৯নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক অনজু আচার্য্য, কবি হিমাংশু রায় হিমেল, সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কমিটির সভাপতি প্রশান্ত লিটন ও সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরী, নাট্যকার হীরা রায়, কবিতাকুঞ্জের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম লিটন।
প্রধান অতিথিকে ক্রেস্ট প্রধান করেন মানস সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মিহির মোহন, সিলেট ম্যাটস- এর ব্যবস্থাপনা পরিচালক বিমলেন্দু পাল।
- এমপি গোলাম দস্তগীরের কার্যালয়ে গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রলীগের নেতা
- ওসমানীনগরে আ`লীগের দুই প্রার্থীর নির্বাচনী সহিংসতায় কিশোর খুন
- ট্রাম্পের আদেশের প্রতিবাদে বাংলাদেশি ‘হিজাবি’ রুমানার পদত্যাগ
- কে সেই মন্ত্রী ? যার কারনে শেখ হাসিনার কপালে ক্ষতচিহ্ন !
- অপারেশন থিয়েটারে রোগী রেখে দুই ডাক্তার মল্লযুদ্ধে লিপ্ত !
- আজ পবিত্র শবে মেরাজ
- সিলেটি শিব্বিরকে ফোন করলেই গলায় আটকা মাছের কাঁটার সমাধান !
- সৌদিতে খুন সিলেটের গোয়াইনঘাটের বশির উদ্দিনের পরিবার ব্লাড মানি পেয়েছেন ২ কোটি টাকা
- সালমান শাহ হত্যার আসামিরা এখন কে, কোথায় ?
- ‘আজকে শপথ নেওয়ার পর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নেই`:সিইসি নুরুল হুদা
- আবার আমরা দুঃসময়ে পতিত হয়েছি: ওবায়দুল কাদের
- এই পূণ্যভূমিতে নৌকার বিজয় পতাকা উড়বে: শেষ দিনের প্রচারনায় কামরান
- বালাগজ্ঞের ওসমানীনগরে নিখোঁজের চারদিন পর স্বেচ্ছাসেবকলীগ কর্মির গলিত লাশ উদ্ধার
- খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে করেছেন ব্রিটিশ হাইকমিশনার গিবসন
- ‘এই রায় রাষ্ট্রের বর্তমান অবস্থা সম্পর্কে একটি ম্যাগনাকার্টা’: মির্জা ফখরুল