ঢাকা, ২৮ মার্চ, ২০২৩
SylhetNews24.com
শিরোনাম:

সিলেটে সাংবাদিকদের সাথে এসএমপির নতুন কমিশনারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৬ মার্চ ২০২৩  

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম সাংবাদিকদের সাথে সৌহার্দপূর্ণ পেশাগত সম্পর্ক রেখে সিলেটে দায়িত্ব পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন

এসএমপি সদর দপ্তরের কনফারেন্স হলে বরিবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাব তেৃবৃন্দ, জাতীয় ও স্হানীয় পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা তিনি এ সহযোগিতা চান।

দেশের বিভিন্ন স্থানে তার দায়িত্ব পালনের কথা তুলে ধরে বলেছেন, সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের অন্যান্য স্থানের চেয়ে অনেক ভালো। এখানকার লোকজন খুবই আন্তরিক বলেও মন্তব্য করেন তিনি। 

সভায় সাংবাদিকরা নগরীর যানজট নিরসনে অবৈধ সিএনজি অটোরিক্সা নিয়ন্ত্রণ ও রাস্তা হকার মুক্ত করা, মাদক নিয়ন্ত্রণ, ওয়াকওয়ে ও সুরমা নদীর তীরে বখাটেদের উৎপাত নির্মূল, জুয়া-শিলং তীর খেলা, প্রবাসীদের হয়রানি বন্ধ, সিলেট ওসমানী বিমানবন্দরে স্টুডেন্ট ভিসার যাত্রীদের হয়রানি কমানোর ব্যাপারে নবাগত পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।
পরে নবাগত পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং নগরীর বিভিন্ন সমস্যা নিরসনের আশ্বাস দেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) সুদীপ দাস। আলোচনায় অংশ নেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি এমএ হান্নান, সাধারণ সম্পাদক আবদুর রশিদ মো. রেনু, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সাবেক সহ-সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ ও ভোরের আকাশের সিলেট ব্যুরো চিফ খালেদ আহমদ, পুণ্যভূমি সম্পাদক আবু তালেব মুরাদ, সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মারুফ আহমদ, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আহবাব মোস্তফা খান, ক্লাবের সাবেক নির্বাহী সদস্য ফারুক আহমদ, এমএ মতিন, শোয়াইবুল ইসলাম, ক্লাব সদস্য নাজমুল কবীর পাবেল, সুনীল সিংহ, এটিএম তুরাব, শফি আহমদ শফি, শাকিলা ববি, সাইমুম আনজুম ইভান প্রমুখ।

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত