ঢাকা, ২৯ মে, ২০২৩
SylhetNews24.com
শিরোনাম:

সিলেটে নির্মাণাধীন চায়নিজ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯  

সিলেট নগরীর পূর্ব মিয়াবাজারে একটি নির্মাণাধীন চায়নিজ রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লেগেছে।

রোববার (২১ এপ্রিল) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরাবাজারের অ্যাডভোকেট নওশাদ আহমেদ ওই রেস্টুরেন্টের মালিক। খড়-ছন দিয়ে ওই চায়নিজ রেস্টুরেন্টটি নির্মাণের কাজ চলছিল।

এদিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে পার্শ্ববর্তী কোথাও পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা ।

সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন
এক্সক্লুসিভ বিভাগের সর্বাধিক পঠিত