সিলেটের ঐতিহ্য বজায় রেখে সারদা হল সংস্কার হবে: প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার

সিলেটের ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চা কেন্দ্র, সাংস্কৃতিক মিলনায়তন ‘সারদা স্মৃতি ভবন’ আবারও প্রান চাঞ্চল্য ফিরে পাবে বলে আশ্বাস দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী বলেন, সিলেটের সংস্কৃতির ঐতিহ্যের ধারক এই স্থাপনার স্থাপত্য নকশা ঠিক রেখে দ্রুত সময়ের মধ্যেই সংস্কারের উদ্দ্যোগ নেবে সরকার। প্রত্নতত্ব বিভাগ এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে হলটি সংস্কার করা হবে বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
রোববার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, প্রশাসনের কর্মকর্তা ও সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিবর্গকে সাথে নিয়ে সারদা হল পরির্দশন করেন প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে হলের উঠোনে সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভায় তিনি ঐতিহ্যবাহী হলটি সংস্কারের আগ্রহের কথা প্রকাশ করেন।
মতবিনিময়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আধ্যাত্মিক ও পূন্যভূমি সিলেটে নানা জাতিগোষ্টির মানুষের একত্র বসবাসের কারণে ভিন্নতর সংস্কৃতির ঐতিহ্য রয়েছে। সাংস্কৃতিক বৈচিত্রেও সিলেটের রয়েছে বিচিত্রতা। সারদা স্মৃতি ভবনটি সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি স্মারক স্থাপনা। হলটি দ্রুত সংস্কার করে চালু করা প্রয়োজন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিসিকের প্রধাণ নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, মদন মোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, ব্যারিস্টার আরশ আলী, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান সমন্বয়ক নাট্যজন অরিন্দম দত্ত চন্দন, সভাপতি মিশফাক আহমদ মিশু, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী,সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত প্রমুখ।
প্রসঙ্গত, সুরমা নদীর তীরে চাঁদনী ঘাটের পাশে ৮৫ বছর আগে ৩৯ শতক ভূমিতে নির্মিত হয় ‘সারদা স্মৃতি ভবন’। সিলেট শহরের সাংস্কৃতিক এই মিলনায়তন সারদা হল নামেই বেশি পরিচিত। ঐতিহাসিক সারদা হলটি নব্বই দশকের শুরুর দিক থেকে রক্ষণাবেক্ষণ ও যথাযথ সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ২০০৫ সালে মূল অবকাঠামোর স্থাপত্য নকশা ঠিক রেখে সিলেট জেলা পরিষদ সংস্কারের উদ্যোগ নেয়। কয়েক বছর পর আবারও মিলনায়তনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে হলটির ভেতরে সিসিকের পীর হাবিবুর রহমান পাঠাগার রয়েছে।
- সিলেটের ৬টি রোটারেক্ট ক্লাবের আয়োজনে মানবাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- আল্লামা বালাউটি ছিলেন শরীয়ত ও তরিকতের অন্যতম রাহবার
- ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ ছুটি শবে বরাতের পালিত হবে
- পবিত্র শবে মেরাজ পালিত হবে আগামী ১১ মার্চ
- সিলেটস্থ জুড়ী এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইফতার
- সিলেটে মদন মোহন কলেজ ছাত্রদলের বিক্ষোভ
- বৃটেনে ইমিগ্রেশন বিলকে আইনে পরিনত করতে রাজকীয় অনুমোদন লাভ
- মুহম্মদ নূরুল হক : জীবন ও সাধনা বিষয়ে গবেষনা
সিলেট এম.সি কলেজের সাহেদা আখতারের পিএইচডি ডিগ্রি অর্জন - গুঞ্জনই সত্যি হলো, ছাত্রলীগের নেতৃত্বে সোহাগ-জাকির
- সিলেট প্রেসক্লাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আজ রোববার
- সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন
- সিলেট জেলার প্রতিটি থানাকে ধুমপানমুক্ত ঘোষণা করা হয়েছে: পুলিশ সুপার
- বিমান বন্দরে কলিম উদ্দিন মিলনকে সংবর্ধনা
- এক পক্ষের বিক্ষোভ মিছিল-অন্য পক্ষের সংবর্ধনা
কোম্পানীগঞ্জে ইউএনও’র সংবর্ধনা নিয়ে দিনভর উত্তেজনা - জামেয়া রেঙ্গা’র শতবছর পূর্তি ও দস্তারবন্দি মহাসম্মেলন ডিসেম্বর