লকডাউন ভেঙ্গে ঢাকা থেকে ট্রেন পৌছাল সিলেটে, তোলপাড়

যাত্রীবাহি ট্রেন: ফাইল ছবি
শনিবার ঢাকা থেকে রহস্যজনক ট্রেনের সিলেট আগমন নিয়ে তোলপাড় চলছে। লকডাউনের মধ্যে কীভাবে যাত্রী নিয়ে সিলেট আসলো, পারমিশন কার কাছ থেকে নিলো ? এনিয়ে পুলিশ ও প্রশাসন নড়েছড়ে ওঠেছে।
শনিবার বিকেল পাঁচটা দশ মিনিটে দুটি বগিতে শতাধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে বেনামী একটি ট্রেন রহস্যজনক ভাবে সিলেট স্টেশনে পৌছেছে।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোঃ খলিলুর রহমানের বলেন, একটি ইঞ্জিন দুটি বগি নিয়ে বিকেলে সিলেট এসেছে। কারন জানতে চাইলে তিনি বলেন, স্টাফ সেলারী নিয়ে ট্রেনটি ঢাকা থেকে এসেছে। ট্রেনে যাত্রী ছিলো কিনা তার উত্তরে তিনি স্বীকার করেন দুই বগিতে এবং ইঞ্জিনে যাত্রী ছিলো।
ধারনা করা হচ্ছে একেকজন যাত্রীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে সিলেটে আনা হয়েছে।
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত ১১ এপ্রিল সিলেটকে লকডাউন ঘোষণা করা হয় । এতে করে বাইরে থেকে সিলেটের ভেতরে প্রবেশ ও সিলেট থেকে বাইরের জেলায় যাওয়া সম্পূর্ণ বন্ধ ঘোষণা হয়। এর পূর্বে গত ২৬ মার্চ বাস, ট্রেনসহ সকল পরিবহন বন্ধের ঘোষণা দেয়া হয়। যা এখনও বলবৎ রয়েছে। কিন্তু এতো সকল বিধিনিষেধ অমান্য করে প্রায় দুইশত যাত্রী নিয়ে ট্রেনটি শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় সিলেট এসে পৌঁছায়। ট্রেনের সকল যাত্রীর ঢাকা-নারায়ণগঞ্জ- নরসিংদি-কিশোরগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জসহ বেশ কয়েকটি জেলার। ওই সকল যাত্রীদের মধ্যে কোন সচেতনতাও ছিল না বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের একাধিক সূত্র । এছাড়া ট্রেনে চড়ে সিলেটে আসা বেশ কয়েকজন যাত্রী বলছেন- তারা ঢাকা থেকে আসছেন।
খবর পেয়ে রাত সোয়া ৮টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া। স্টেশনে গিয়ে তিনি লকডাউন থাকা সত্বে এতো লোক সিলেটে আসার কারণ জানতে চান।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট এরশাদ মিয়া জানান- স্টেশন ম্যানেজার খলিলুর রহমান বলেছেন, বেতন নিতে তাদেরই লোক এসেছেন। এছাড়াও যারা এসেছেন তাদের তথ্য নেওয়া হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে সিলেটের সুশীল সমাজের একাধিক নেতৃবৃন্দ জানান, সিলেট লকডাউন। তারপরও ট্রেন কিভাবে আসে..? তা ভাবার বিষয়। আরা ট্রেনে অন্য জেলা থেকে যারা এসেছে তাদের মধ্যে হয়তো কেউ করোনা আক্রান্ত হতে পারে বা করোনা আক্রান্ত এমন কোন এলাকা থেকে এসেছে। আর যদি এমন হয়। তাহলে সিলেটে আগত ওই সকল ট্রেন যাত্রীরাই সিলেটে করোনার বিস্তার ঘটাবে। তাই দ্রুত আগত সকল যাত্রীকে খুজে বের করে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে দেয়া উচিত।
সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল জানান, করোনাভাইরাস মারাত্মক ছোঁয়াছে। আর বেশি লোক সমাগমে এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,লকডাউনে এতো লোক একসাথে অন্য জেলা থেকে সিলেটে আসা অত্যন্ত দুঃখজনক। আগত সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা উচিত।
সিলেট জিআরপি থানার ওসি আব্দুস সাত্তার জানান, সিলেটে ট্রেন আসবে এমন খবর তাকে অবহিত করেননি কর্তৃপক্ষ। তবে পরে তিনি খবর নিয়ে জেনেছেন। যারা এসেছিলেন তারা সবাই রেলওয়েতে কর্মরত। আর আগত সবাই আবার চলেও গেছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, আগে থেকেই ঘোষণা দেয়া হয়েছে প্রত্যেক বাসিন্দাদের আশপাশের কেউ অন্য জেলা থেকে এলে হোম কোয়ারেন্টিনে ১৪ দিন থাকতে হবে।
- লকডাউন ভেঙ্গে ঢাকা থেকে ট্রেন পৌছাল সিলেটে, তোলপাড়
- আক্রান্তের ৪র্থ স্থানে সিলেট: ঈদের মার্কেটিংয়ের খেসারত
- সিলেটে করোনা আক্রান্ত সেই ডাক্তার ঢাকায় লাইফ সাপোর্টে
- আমাদের আবু তৈয়ব স্যার
- সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে
- সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী ডাক্তার, বাসা লকডাউন
- ফ্লাটের দরজা ভেঙ্গে ওসমানী হাসপাতালের চিকিৎসকের লাশ উদ্ধার
- সিলেটে লন্ডনী কন্যা সেজে প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ শিউলির
- ছাতকের কালাম চৌধুরীকে মারার জন্য মানিক বোমা বানিয়েছিলেন:মুকুট
- কলেজ শিক্ষক সাইফুরকে হোটেলে নিয়ে হত্যা করেন প্রেমিকা রুপা
- শ্রীলঙ্কায় বোমা হামলায় দিরাই`র ভাটিপাড়ার শিশু জায়ান নিহত
- সিলেটে নির্মাণাধীন চায়নিজ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকান্ড
- বিমান ছিনতাই: নিহত যুবকের সাথে নায়িকার ছবি ভাইরাল
- জিন্দাবাজারের আহমদ ম্যানশনে ক্রেতাকে আটকে রেখে মারধরের অভিযোগ
- দেশীয় রাজনীতির কবলে বৃটেনের শহীদ মিনার