ঢাকা, ২৩ মার্চ, ২০২৩
SylhetNews24.com
শিরোনাম:

রুদ্ধশ্বাস ম্যাচে মেক্সিকোকেে ২-১ হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

প্রকাশিত: ২৯ জুন ২০১৪   আপডেট: ২৯ জুন ২০১৪

রুদ্ধশ্বাস ম্যাচে মেক্সিকোকেে ২-১ হারিয়ে ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল নেদারল্যান্ডস ৷

রোববার এস্তাদিও কাস্তেলাও স্টেডিয়ামে প্রথমার্ধ্ব গোলশূন্য ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই ডস স্যান্তোসের গোলে এগিয়ে যায় মেক্সিকো ৷ ম্যাচের অন্তিমলগ্নে অসাধারণ গোল করে সমতা ফেরান স্নেইডার ৷

কিন্তু, ম্যাচের নাটকীয় পরিণতি অতিরিক্ত সময়ে ৷ ৯৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলে স্মরণীয় জয় এনে দেন হুনতেলার ৷ আর বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়েও মাথা নিচু করেই মাঠ ছাড়তে হল মেক্সিকো গোলকিপার ওচোয়াকে ৷

ফোর্তেলেজার ২৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা ভেবে এদিনই বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথমবার সরকারি ভাবে ৩০ মিনিটের মাথায়  তিন মিনিটের পানিপানের বিরতি দেওয়া হলো ৷ যার পোশাকি নাম ‘কুলিং ব্রেক’ ৷

আরও পড়ুন
বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত