মার্কিনিদের উৎসাহ দিতে প্রকাশ্যে টিকা নেবেন সাবেক ৩ প্রেসিডেন্ট
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে নেতৃত্বের এই শূন্যতা পূরণে এগিয়ে এসেছেন দেশটির সাবেক তিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো নির্বাচন নিয়েই মেতে আছেন। ভোটে কারচুপির ভিত্তিহীন অভিযোগের বুলি আওড়েই যাচ্ছেন। তিনি যখন এসব নিয়ে ব্যস্ত, তখন দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে তাঁর দেশের করোনাভাইরাসের মহামারি পরিস্থিতি।
করোনাভাইরাসর ভ্যাকসিন নিতে মার্কিনিদের উৎসাহ দিতে প্রকাশ্যে টিকা নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক তিন প্রেসিডেন্ট।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। মৃত্যু ও আক্রান্ত- উভয় ক্ষেত্রে শীর্ষে রয়েছে দেশটি।
বুধবার দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়। এ দিন দেশটিতে করোনায় আক্রান্ত এক লাখ মানুষ হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ২ হাজার ৮শ'র বেশি মানুষের।
একইসঙ্গে করোনাভাইরাসে সবচেয়ে বেশি গুজব ছড়ানোও হয়েছে দেশটিতে। করোনার দ্বিতীয় ঢেউয়ে এসেও আক্রান্ত ও মৃত্যুতে উপরের দিকে যুক্তরাষ্ট্রের নাম। এ কারণে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা প্রকাশ করেছেন, দেশটিতে করোনায় আরও আড়াই লাখ মানুষের মৃত্যু হতে পারে। সিএনএন।
সাধারণ ও স্বল্পশিক্ষিত আমেরিকানদের মনে ভ্যাকসিনের প্রতি অনীহা এনেছে। এটি অনুধাবন করতে পারছেন দেশটির সচেতন মানুষ থেকে বিশেষজ্ঞরা। এ তালিকা থেকে বাদ যাননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ ও বিল ক্লিনটন।
এ কারণে তারা প্রকাশ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন নেবেন এবং পিভি ক্যামেরায় সেটি প্রচার করা হবে। এতে করে ভ্যাকসিন যে নিরাপদ ও এতে কোনো ধরনের জালিয়াতি নেই সে আস্থা তৈরি হবে এবং মানুষ টিকা নিতে উৎসাহী হবে।
২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে পরবর্তী চার বছরের জন্য দায়িত্ব নিচ্ছেন জো বাইডেন। তার নির্বাচনী প্রচারণায় করোনা মোকাবেলা ছিল প্রধান প্রতিশ্রুতি। সব আমেরিকানের জন্য টিকা নিশ্চিত করা ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার কথা বলেছিলেন তিনি।
বর্তমানে শীতকালে যুক্তরাষ্ট্রে আরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। বাইডেন বলেন, আগের পূর্বাভাসের চেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। ফলে আরও বেশি মানুষের মৃত্যুর ঝুঁকি তৈরি হয়েছে। সংক্রমণ বেড়েছে এবং অনেক মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে এক অনলাইন বৈঠকে ক্রিসমাসে মানুষকে বেড়াতে না যাওয়ার পরামর্শ দেন বাইডেন।
- মালদ্বীপের পার্লামেন্ট ভবনের দখলে নিয়েছে সেনাবাহিনী, ২ এমপি আটক
- লিবিয়া হয়ে সাগরপথে ইউরোপ যাত্রা, নৌকা ডুবে দুই সিলেটিসহ ৩৫ বাংলাদেশির মৃত্যু
- মিস ইরাককে আইএসে যোগ দেয়ার ‘আমন্ত্রণ’
- ‘আফগান সেনাদের জমায়েত’-এ আত্মঘাতী হামলায় নিহত ২৫
- ব্রেক্সিটের ফলে ১লা জানুয়ারি থেকে যে ৭ পরিবর্তন
- আইএস-এ যোগ দেওয়া সিলেটি-লন্ডনী পরিবারের ১২ সদস্যই মারা গেছেন
- যেভাবে ধরা পড়েন ভারতের পাইলট অভিনন্দন
- শ্রীলংকায় ৮টি পৃথক বোমা হামলায় নিহত বেড়ে ২০৭,কারফিউ জারি
- নিউজিল্যান্ডেই দাফন সিলেটের হোসনে আরা ও ড. সামাদের
- ভারতে আপত্তির মুখে
পাকিস্তান থেকে সৌদি ফিরে গেলেন ক্রাউন প্রিন্স - মসজিদে হামলাকারীকে আটকানো পাকিস্তানি ‘নায়কের’ মৃত্যু
- ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৬ সিলেটি তরুণসহ ৩৭ বাংলাদেশি নিহত
- বৃটেনের লেবার পার্টি থেকে প্রভাবশালী ৭ এমপি’র পদত্যাগ
- ১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত
- রাতারাতি কিভাবে পাইলটকে মুক্তির সিদ্ধান্ত হলো?