ভোজ্যতেলের দাম নির্ধারণ করলো সরকার
অনলাইন ডেস্ক

ভোজ্যতেলের বিশেষ করে সয়াবিনের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে খোলা সয়াবিন প্রতি লিটার ১১৫ টাকা আর বোতলজাত সয়াবিন ১৩৫ টাকায় বিক্রি হবে খুচরা বাজারে।
বুধবার সচিবালয়ে অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ সিদ্ধান্তের কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেলের আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ দাম নির্ধারণ করা হয়েছে। সামনে রমজান মাস, বর্তমানে যথেষ্ট মজুদ আছে। সব হিসেব-নিকেশ করে এ দাম নির্ধারণ করা হয়।
তিনি বলেন, প্রতি লিটার সয়াবিন (খোলা) পাইকারি পর্যায়ে ১১০ টাকা, খুচরা মূল্য ১১৫ টাকা আর মিলে গেটে ১০৭ টাকায় বিক্রি হবে।
আর প্রতি লিটার বোতলজাত সয়াবিনের মিল গেট মূল্য ১২৩ টাকা, পাইকারি মূল্য ১২৭ টাকা এবং খুচরা মূল্য ১৩৫ টাকা। ৫ লিটার বোতলজাত সয়াবিন মিল গেট মূল্য ৫৮৫ টাকা, পরিবেশক মূল্য ৬০০ টাকা এবং খুচরা মূল্য ৬২৫ টাকা।
আর পাম সুপার তেলে প্রতি লিটার মিল গেটে মূল্য (খোলা) ৯৫ টাকা, পরিবেশক মূল্য ৯৮ টাকা এবং খুচরা বাজারে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
সভায় বাণিজ্য সচিব জাফর উদ্দিন, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, ভোজ্য তেল আমদানিকারক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘোষণার পর শক্ত হাতে দাম নিয়ন্ত্রণ করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দাম কমে গেলে বিবেচনা করা হবে, বেড়ে গেলেও বিবেচনা করা হবে। আমরা যে তেল ব্যবহার করি তার ৯০ শতাংশ আমদানি করতে হয়।’
- ক্রিকেট থেকে বিদায় নিলেন পাইলট
- মামুনুর রশীদ চৌধুরী স্মৃতি ক্রিকেটে চৌকিদেখী একাদশ চ্যাম্পিয়ন
- আরেকটি দাপুটে জয়ে মুস্তাফিজ ম্যাজিকে জিম্বাবুয়ে আবারও বাংলাওয়াশ
- আবুল মাল আবদুল মুহিত-কে স্পোর্টস স্কুল ফুটবল লীগ শুরু শনিবার থেকে
- ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ৩ রানে কোহলি,পরে রাহানের বিদায় : ১২৬/৩
- বিশ্বকাপে বিরল কীর্তি গড়লেন সাঙ্গাকারা :তিন ম্যাচে টানা তিন সেঞ্চুরি
- অভিনেত্রী হ্যাপি ধর্ষণ মামলায় রুবেলের জামিন, খেলতে পারছেন বিশ্বকাপে
- ভারতকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
- হাইকোর্টে হ্যাপীর রিট খারিজ, খেলায় থাকছেন রুবেল
- বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারত ? বাংলাদেশের চেয়ে ইংল্যান্ডই হতো তাঁদের সহজ প্রতিপক্ষ !
- ১৫ বছর পর সিলেট জেলা স্টেডিয়ামের মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের
- বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল : উদ্বোধনী ম্যাচে নিজের মাঠে মালেশিয়ার কাছে ১-০ গোলে হারলো বাংলাদেশ
- রুদ্ধশ্বাস ম্যাচে মেক্সিকোকেে ২-১ হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস
- দীর্ঘ অপেক্ষার অবসান: ১১ বছর পর অবশেষে বাংলাদেশে এল অস্ট্রেলিয়া ক্রিকেট দল
- বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল : উদ্বোধনী দুই ব্যাটসম্যানসহ ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ড