বিশ্বকাপে বিরল কীর্তি গড়লেন সাঙ্গাকারা :তিন ম্যাচে টানা তিন সেঞ্চুরি
কুমার সাঙ্গাকারা সেই শিল্পী, যাঁর কাছে ব্যাটটা হচ্ছে তুলি। ২২ গজের ক্যানভাসে সেই তুলি দিয়ে নিরন্তর আঁচড় দিয়ে চলেছেন। ক্যারিয়ার-সায়াহ্নেও সাঙ্গাকারা যেন তরুণ সৃষ্টিশীল শিল্পী। মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
আজও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষেও চলছে সাঙ্গার শৈল্পিক প্রদর্শনী। পা দিলেন নতুন উচ্চতায়। বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে করলেন টানা তিন সেঞ্চুরি। ওয়ানডেতে সেঞ্চুরির ‘হ্যাটট্রিক’ আছে মোট ছয়টি। কিন্তু বিশ্বকাপে এ কীর্তি ছিল না কারও। বিরল এ কীর্তি গড়লেন সাঙ্গা।
চলতি বিশ্বকাপে আগের দুটি সেঞ্চুরি করেছেন বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে। সত্যি অবিশ্বাস্য সাঙা!শুরুটা করেছিলেন বাংলাদেশ দিয়ে, কুমার সাঙ্গাকারা কবে থামবেন তা সৃষ্টিকর্তাই ভালো জানেন। টানা তিন ম্যাচে তিনি শতকের দেখা পেলেন।
বিশ্বকাপের ইতিহাসে সাঙ্গাকারাই প্রথম ব্যাটসম্যান, যিনি টানা তিন ম্যাচে শতকের দখা পেলেন।
বাম-হাতি এই উইকেটরক্ষক গত ২৬ ফেব্রুয়ারি ক্যারিয়ারের দ্রুততম শতক করেন বাংলাদেশে বিপক্ষে। ৭৩ বলে তার করা শতকে শ্রীলঙ্কার কাছে হারে টাইগাররা হারে ৯২ রানে। শেষ পর্যন্ত সাবেক এই অধিনায়ক ৭৬ বলে ১৩ চার এক ছক্কায় ১০৫ রানে অপরাজিত ছিলেন।
এরপর ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে সাঙ্গাকারা করেন ১১৭ রান। এদিনও তাকে কেউ আউট করতে পারেননি। বাংলাদেশের বিপক্ষে দ্রততম শতকের রেকর্ড তিনি এদিন ভেঙে গড়েন ৭০ বলে। শেষ পর্যন্ত ৮৬ বলে তার রান ১১ চার ২ ছক্কায় ১১৭।
আর আজ রবিবার শতক করলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১০০ বলে ১১ চারে তিনি টানা তিন ম্যাচে তিনটি শতকের মাইলফলক স্পর্শ করেন। ১০৭ বলে শেষ পর্যন্ত সাঙ্গাকারা ১০৪ রান করে ফকনারের বলে ফিঞ্চের তালুবন্দি হন।
এদিন তিনি আরও একটি মাইলফলক স্পর্শ করেন। সাঙ্গাকারা ১৪ হাজারি ক্লাবে প্রবেশ করেছেন। তিনি এখন ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারের পরেই ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩৭৮ ইনিংসে সাঙ্গাকারা রান ১৪০৬৫, ২৪টি শতক আর ৯৩টি অর্ধশতক রয়েছে।
- ক্রিকেট থেকে বিদায় নিলেন পাইলট
- মামুনুর রশীদ চৌধুরী স্মৃতি ক্রিকেটে চৌকিদেখী একাদশ চ্যাম্পিয়ন
- আরেকটি দাপুটে জয়ে মুস্তাফিজ ম্যাজিকে জিম্বাবুয়ে আবারও বাংলাওয়াশ
- আবুল মাল আবদুল মুহিত-কে স্পোর্টস স্কুল ফুটবল লীগ শুরু শনিবার থেকে
- ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ৩ রানে কোহলি,পরে রাহানের বিদায় : ১২৬/৩
- বিশ্বকাপে বিরল কীর্তি গড়লেন সাঙ্গাকারা :তিন ম্যাচে টানা তিন সেঞ্চুরি
- অভিনেত্রী হ্যাপি ধর্ষণ মামলায় রুবেলের জামিন, খেলতে পারছেন বিশ্বকাপে
- ভারতকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
- হাইকোর্টে হ্যাপীর রিট খারিজ, খেলায় থাকছেন রুবেল
- বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারত ? বাংলাদেশের চেয়ে ইংল্যান্ডই হতো তাঁদের সহজ প্রতিপক্ষ !
- ১৫ বছর পর সিলেট জেলা স্টেডিয়ামের মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের
- বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল : উদ্বোধনী ম্যাচে নিজের মাঠে মালেশিয়ার কাছে ১-০ গোলে হারলো বাংলাদেশ
- রুদ্ধশ্বাস ম্যাচে মেক্সিকোকেে ২-১ হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস
- দীর্ঘ অপেক্ষার অবসান: ১১ বছর পর অবশেষে বাংলাদেশে এল অস্ট্রেলিয়া ক্রিকেট দল
- বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল : উদ্বোধনী দুই ব্যাটসম্যানসহ ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ড