বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল : উদ্বোধনী ম্যাচে নিজের মাঠে মালেশিয়ার কাছে ১-০ গোলে হারলো বাংলাদেশ

বহু প্রতীক্ষিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে নিজের মাঠে অসংখ্য সমর্থকদের সমর্থনের পরও মালেশিয়ার কাছে কাছে ১-০ গোলে হারলো বাংলাদেশ ফুটবল টিম।
সিলেট জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার মালয়েশিয়ার জয়সূচক গোলটি করেন মোহাম্মদ সিয়াজওয়ান। ৫৩তম মিনিটে বক্সের বাইরে থেকে সিয়াজওয়ানের নেয়া শট বাংলাদেশ গোলরক্ষক রাসেলের মাথার ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেয়। এ গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
গত বছর অগাস্টে সিলেটের এ মাঠেই নেপাল অনূর্ধ্ব-২৩ দলের কাছে প্রীতি ম্যাচে হেরেছিল বাংলাদেশ দল। সিলেটে জয় খরা কাটানোর লক্ষ্য এবারো পূরণ করতে ব্যর্থ হলো এমিলি-ওয়াহেদরা।
সিলেট জেলা স্টেডিয়ামে প্রথমার্ধে অগোছালো ফুটবলই খেলেছে বাংলাদেশ। চেনা মাঠ, দর্শকের সমর্থন পাশে থাকলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় সুযোগ হারাতে থাকে স্বাগতিকরা। অন্যদিকে বেশ গোছালো ফুটবল খেলে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দল। তবে তাদের তিনটি শট পোস্টে লেগে ফিরলে বেঁচে যায় বাংলাদেশ।
মালয়েশিয়ার একটি আক্রমণ ফিরিয়ে দেয়ার পর তৃতীয় মিনিটে আক্রমণে যায় বাংলাদেশ। ডান দিক থেকে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের ক্রসে মাথা ছোঁয়াতে পারলে গোল হতে পারত কিন্তু জাহিদ হাসান এমিলি দ্রুত এগিয়ে গেলেও বলের নাগাল পাননি।
অষ্টম মিনিটে ভাগ্য পাশে থাকায় বেঁচে যায় বাংলাদেশ। মালয়েশিয়ার মোহাম্মদ আরিফ ফারহানের দূরপাল্লার শট রাসেল মাহমুদকে পরাস্ত করলেও ক্রসবারে লেগে ফিরে আসে।
ফিরতি আক্রমণে ফের গোলের সুযোগ নষ্ট করে বাংলাদেশ। জাহিদ হোসেনের মাপা ক্রসে শেষ মুহূর্তের টোকাটি দিতে ব্যর্থ হন এমিলি। তার পেছনে থাকা সোহেল রানার নেয়া শটও লক্ষ্যে থাকেনি।
বাংলাদেশের ফুটবলের সুদিন ফিরিয়ে আনার লক্ষে দীর্ঘ ১৫ বছর পর মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল । তবে মাঠে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ।হতাশ হয়েছেন দর্শকরা।
খেলার প্রথমার্ধে বাংলাদেশ কয়েকটা সহজ সুযোগ পেয়েছিল , তবে সেই সুযোগ গুলো বাংলাদেশ কাজে লাগাতে পারেনি । প্রথমার্ধে বাংলাদেশের জাহিদ হাসান এমিনি একাধিক সুযোগ মিস করেছেন ।এদিকে মালয়েশিয়া ও কয়েকটি সুযোগ পেয়েছিল তবে তা কাজে লাগাতে পারেনি ।
দ্বিতীয়ার্ধের মাত্র ৭ মিনিটের মাথায় মালয়েশিয়া ১-০ গোলে এগিয়ে যায় ।তাদের হয়ে জয় সূচক গোল করেন মোহাম্মাদ সাজওয়ান ।সিলেটের দর্শকরা আরো একটি পরাজয় দেখে সন্ধ্যায় ফিরলেন বাসায়।এর আগে নেপালের সাথে সিলেটৈ আন্তর্জাতিক ফুটবলের অভিষেক ম্যাচে হেরেছিলো বাংলাদেশ।
- ক্রিকেট থেকে বিদায় নিলেন পাইলট
- মামুনুর রশীদ চৌধুরী স্মৃতি ক্রিকেটে চৌকিদেখী একাদশ চ্যাম্পিয়ন
- আরেকটি দাপুটে জয়ে মুস্তাফিজ ম্যাজিকে জিম্বাবুয়ে আবারও বাংলাওয়াশ
- আবুল মাল আবদুল মুহিত-কে স্পোর্টস স্কুল ফুটবল লীগ শুরু শনিবার থেকে
- ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ৩ রানে কোহলি,পরে রাহানের বিদায় : ১২৬/৩
- বিশ্বকাপে বিরল কীর্তি গড়লেন সাঙ্গাকারা :তিন ম্যাচে টানা তিন সেঞ্চুরি
- অভিনেত্রী হ্যাপি ধর্ষণ মামলায় রুবেলের জামিন, খেলতে পারছেন বিশ্বকাপে
- ভারতকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
- হাইকোর্টে হ্যাপীর রিট খারিজ, খেলায় থাকছেন রুবেল
- ১৫ বছর পর সিলেট জেলা স্টেডিয়ামের মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের
- বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারত ? বাংলাদেশের চেয়ে ইংল্যান্ডই হতো তাঁদের সহজ প্রতিপক্ষ !
- বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল : উদ্বোধনী ম্যাচে নিজের মাঠে মালেশিয়ার কাছে ১-০ গোলে হারলো বাংলাদেশ
- রুদ্ধশ্বাস ম্যাচে মেক্সিকোকেে ২-১ হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস
- দীর্ঘ অপেক্ষার অবসান: ১১ বছর পর অবশেষে বাংলাদেশে এল অস্ট্রেলিয়া ক্রিকেট দল
- ১০০ টাকার নতুন নোট বাজারে আসছে