ফ্লাটের দরজা ভেঙ্গে ওসমানী হাসপাতালের চিকিৎসকের লাশ উদ্ধার
বিশেষ প্রতিনিধি

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক শিশু বিশেষজ্ঞ চিকিৎসক’র লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি হলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. হাবিব উল্লাহ খাঁন।
সোমবার (৮ জুলাই ) রাত আটটার দিকে শামিমাবাদ এলাকার একটি ফ্লাটবাসা থেকে ওই চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করে এসএমপি’র কোতয়ালি থানা পুলিশ সূত্র।তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাঘড়া গ্রামের মৃত মো. জাফর উল্লাহ খাঁনের ছেলে।
সূত্র জানায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. হাবিব উল্লাহ খাঁন ভাড়া বাসা নিয়ে শামিমাবাদ এলাকার ওই ফ্লাট বাসায় একা থাকতেন।
প্রতিদিনের মতো তিনি রোববার রাতে তার ফ্লাটের বাসার দরজা বন্ধ করে ঘুমাতে যান। কিন্তু আজ সকালে হাসপাতালে তার ডিউটি থাকার পরও তিনি হাসপাতালে না যাওয়ায় তার ব্যক্তিগত মোবাইলে বার বার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি।
পরবর্তিতে সোমবার সন্ধ্যা ৭ টায় ওসমানী হাসপাতালের চিকিৎসক ও কোতয়ালী থানার পুলিশ শামিমাবাদের ফ্লাটে গিয়ে দরজা ভেঙ্গে চিকিৎসকের লাশ উদ্ধার করেন। লাশটি ওসমনী হাসপাতালের নিয়ে আসা হয় । বর্তমানে চিকিৎসকের লাশটি হাসপাতালের হিমাঘরে রাখা হয়েছে।
মৃত হাবিবুল্লার দুই ছেলে সন্তান ও স্ত্রী রয়েছেন। স্ত্রী একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি ঢাকায় একটি হাসপাতালে দ্বায়িত্ব পালন করছেন।
লাশ উদ্ধারের সময় সাথে থাকা কোতয়ালি থানার এসআই দিবাংশু পাল জানান, তারা খবর পেয়ে শামিমাবাদ এলাকায় গিয়ে চিকিৎসক হাবিব উল্লার ফ্লাটের দরজা ভেঙ্গে মৃতদেহ বিছানায় শোয়াবস্থায় উদ্ধার করা হয়।
এসএমপি’র কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মিঞা জানান,ওসমানী হাসপাতালের চিকিৎসক মারা যাওয়ার খবর শোনে ফোর্সসহ শামিমাবাদ এলাকায় গিয়ে ফ্লাটের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করা হয়। এসময় ওসমানী হাসপাতালের চিকিৎসক, ফ্লাট বাসার মালিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। তিনি আরো জানান, মৃতদেহ দেখে মনে হয়েছে এটি স্বাভাবিক মৃত্যু।
উল্লেখ্য, ডা. মো. হাবিব উল্লাহ খাঁন সুনামগঞ্জের ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সিলেট মুরারী চাঁদ (এমসি) কলেজ থেকে এইচএসসি ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। পরবর্তিতে তিনি ওসমানী মেডিকেল থেকে শিশু সার্জারীর উপর এমএস করেন।
- লকডাউন ভেঙ্গে ঢাকা থেকে ট্রেন পৌছাল সিলেটে, তোলপাড়
- আক্রান্তের ৪র্থ স্থানে সিলেট: ঈদের মার্কেটিংয়ের খেসারত
- সিলেটে করোনা আক্রান্ত সেই ডাক্তার ঢাকায় লাইফ সাপোর্টে
- আমাদের আবু তৈয়ব স্যার
- সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে
- ছাতকের কালাম চৌধুরীকে মারার জন্য মানিক বোমা বানিয়েছিলেন:মুকুট
- সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী ডাক্তার, বাসা লকডাউন
- সিলেটে লন্ডনী কন্যা সেজে প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ শিউলির
- ফ্লাটের দরজা ভেঙ্গে ওসমানী হাসপাতালের চিকিৎসকের লাশ উদ্ধার
- কলেজ শিক্ষক সাইফুরকে হোটেলে নিয়ে হত্যা করেন প্রেমিকা রুপা
- বিমান ছিনতাই: নিহত যুবকের সাথে নায়িকার ছবি ভাইরাল
- শ্রীলঙ্কায় বোমা হামলায় দিরাই`র ভাটিপাড়ার শিশু জায়ান নিহত
- সিলেটে নির্মাণাধীন চায়নিজ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকান্ড
- জিন্দাবাজারের আহমদ ম্যানশনে ক্রেতাকে আটকে রেখে মারধরের অভিযোগ
- দেশীয় রাজনীতির কবলে বৃটেনের শহীদ মিনার