প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, বড়লেখায় ডিজিটাল আইনে যুবক গ্রেফতার
বড়লেখা প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের বিভিন্ন মন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় দেলোয়ার হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টার দিকে উপজেলার নিজবাহাদুরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৯ জুন) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। দেলোয়ার হোসেন নিজবাহাদুরপুর ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে।
থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএনপি, ছাত্রদল ও জামায়াত-শিবিরের একটি সংঘবদ্ধ চক্র গত ১০ জুন থেকে ১৬ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের বিভিন্ন মন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীসহ রাষ্ট্র ও সরকারবিরোধী মিথ্যা, বিভ্রান্তিমূলক স্ট্যাটাস ও ভিডিও আপলোড করে অপপ্রচার চালানো হচ্ছে।
এই ঘটনায় বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ বাদি হয়ে ৫ জনের নামোল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা করেন (মামলা নং-৭)।
বৃহস্পতিবার রাতেই মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন নিজবাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে মামলার আসামি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেন। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
- বাংলাদেশেও পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার
- ফেসবুক বন্ধুর ফাঁদে গণধর্ষিত হয়ে বিশ্বাসের মাশুল দিল স্কুলছাত্রী
- আঙুলের ছাপ দিয়ে পরীক্ষামূলকভাবে সিম নিবন্ধন শুরু হচ্ছে আজ
- সাইবার ক্রাইম বিশেষজ্ঞ জোহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না
- ২ এমবিপিএস না হলে ব্রডব্যান্ড বলা যাবে না-সজীব ওয়াজেদ
- ৬৯৯৯ টাকায় নতুন স্মার্টফোন ‘নকিয়া ১ প্লাস’
- নতুন করে সিম নিবন্ধন করতে হবে যেভাবে---
- সিলেটের কোম্পানীগজ্ঞে
হাইটেক পার্ক নির্ধারিত সময়ে হচ্ছেনা - ল্যাপটপকে সুস্থ রাখার ১০ টি ঘরোয়া উপায়
- মানবকল্যাণে নিজের সব সম্পদ দান করবেন অ্যাপল নির্বাহী কুক
- ফেসবুকে যুক্ত হচ্ছে-‘লাইক লাভ হাহা ইয়াই ওয়াও স্যাড অ্যাংরি’
- ৪৮ ঘণ্টার মধ্যে সরকারকে তথ্য দেবে ফেসবুক: তারানা
- সিলেট ইলেক্ট্রনিক্স সিটির অবকাঠামোগত কাজ শেষ পর্যায়ে
- ফেসবুকের সঙ্গে চুক্তি করতে চিঠি পাঠাচ্ছে সরকার:প্রতিমন্ত্রী তারানা
- সিলেটে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত