পূর্ব লন্ডনের বেথনালগ্রিনে এবার ‘অ্যাসিড হামলার’ শিকার দুই সিলেটী তরুণ

পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত বেথনালগ্রিন এলাকায় ‘অ্যাসিড হামলার’ শিকার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই তরুণ।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাতটার দিকে বেথনাল গ্রিন পুলিশ স্টেশনের খুব কাছে রোমান রোডে এ হামলার ঘটনা ঘটে। আক্রান্ত তরুণদের একজন ২৪ বছর বয়সী শাখাওয়াত হোসেন। অপরজনের পরিচয় জানা যায়নি।তাদের দুজনেরই পৈত্রিক নিবাস সিলেটে।
পুলিশ বলছে, অ্যাসিড দিয়ে হামলা হয়েছে কি না, তারা নিশ্চিত নয়। তবে অ্যাসিডের মতো মারাত্মক দাহ্য পদার্থ দিয়ে হামলা হয়েছে। যাতে দুই তরুণের মুখ ও ঘাড়ের চামড়া বিকৃত হয়ে গেছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সাম্প্রতিক সময়ে লন্ডনে একের পর এক অ্যাসিড হামলা নিয়ে সৃষ্ট আতঙ্কের মধ্যেই এ ঘটনা ঘটল। গত দুই সপ্তাহে লন্ডনে অ্যাসিড-জাতীয় পদার্থ দিয়ে এটি তৃতীয় হামলার ঘটনা।
গত ১৩ জুলাই নর্থ লন্ডন ও ইস্ট লন্ডনে দেড় ঘণ্টার ব্যবধানে পাঁচজনের ওপর এসিড হামলার পর এটাই সবচেয়ে বড় হামলা। ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও প্যারামেডিক্যাল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয় একজন দোকানি বলেন, আমার দোকানে দুইজন বাঙালি তরুণ আসে ৭টার কিছুক্ষণ আগে। তারা এসে বলতে থাকে, আমরা এসিড আক্রান্ত হয়েছি। আমাদের শরীর পুড়ে যাচ্ছে পানি দাও।
তারা নিজেরাই শরীরে পানি ঢালতে থাকে। পরে আমি পুলিশ কল করলে ২০ মিনিটের মধ্যেই তারা চলে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উভয় কিশোরের মুখ মারাত্মকভাবে ঝলসে গেছে।
পুলিশ এ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। তারা জানিয়েছে, এসিড নয়, এটা ব্লিজ হতে পারে। হামলাকারীদের ধরতে সহযোগিতা চেয়েছে পুলিশ।
টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর ও কনজারভেটিভ পার্টির নেত্রী ডা. আনোয়ারা আলী বলেন, যুক্তরাজ্যের মতো দেশে এমন এসিড সন্ত্রাস আসলেই ভয়াবহ।
- গ্রুপ বদলের জের: গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুল হক জিলুকে কুপিয়ে হত্যা
- সিলেট হলিসিটি ফ্রি ফ্রাইডে ক্লিনিকে সাড়ে ৬ হাজার রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান
- জুমেনাকে বাঁচাতে সহযোগিতা প্রয়োজন
- সোলেমান আলীর জীবন-সংগ্রাম
- তিন কন্যার জয় : ব্রিটিশ এমপি নির্বাচিত হলেন টিউলিপ,রূপা, রুশনারা
- ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ স্বপ্ন নিয়ে বিভোর চীন
- কবর থেকে তিন দিন পর উঠানো হলো জিন্দা লাশ !
- ডিজিটাল ভিক্ষুক: আছে নিজস্ব ওয়েবসাইট, ক্রেডিট কার্ড
- ইনসুলিন ইঞ্জেকশনের বিকল্প ইনসুলিন ক্যাপসুল আবিষ্কৃত
- নায়ক সালমান শাহকে খুন করা হয়েছে,২০ বছর ইউটিউবে দেওয়া ভিডিওতে দাবি রুবির!
- সেই একই অডিটোরিয়াম : নাম পরিবর্তন করা হচ্ছে বারবার
- উপজেলাওয়ারী তারিখ ঘোষণা আজ
নির্বাচনের জন্য প্রস্তুত সিলেটের ৯৮ ইউনিয়ন - আমি ১৯৭১ সালের কথা বলব,আমি আমার বাবার কথা বলব
- ১২ দিন পরও কোন খোজঁ নেই : বৃটিশ পুলিশও বলছে মুজিব জীবিত
- কিবরিয়া হত্যা মামলায় জেলে আটক আরিফুল হককে সিলেট সিটি মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত