পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক বরখাস্ত
বিশেষ প্রতিনিধি

বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খান:ফাইল ছবি
পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক একেএম সাফায়েত আলম ঐ শিক্ষককে বরখাস্ত করেন।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলাদায়ের হয়েছে। আগামী দশ কার্যদিবসের মধ্যে তাকে আত্মপক্ষ সমর্থন করতে বলা হয়েছে।
ওই ছাত্রীর বাবা জানান, মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে প্রধান শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে যায় তার মেয়ে। তখন অন্যান্য ছাত্রছাত্রীরা এসে পৌঁছায়নি। একা থাকার সুযোগে শিক্ষক মোজাম্মিল তার ব্যক্তিগত কক্ষে নেন ছাত্রীটিকে। শরীরের স্পর্শকাতর স্থানগুলো স্পর্শ করে।
এসময় তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করার চেষ্টা করলে সে ওই কক্ষ থেকে দৌড়ে বের হয়ে পাশের বাড়ির এক নারীর শরণাপন্ন হয়। ওই নারী ছাত্রীর মায়ের কাছে খবর পাঠালে তিনি এসে ছাত্রীকে নিয়ে যান।
প্রধান শিক্ষক মোজাম্মিল আগেও অনেক ছাত্রীর সঙ্গে এমন আচরণ করছেন বলেও উল্লেখ করেন ওই ছাত্রীর বাবা।
ভুক্তভোগী ছাত্রীর চাচা বলেন, খবর পেয়ে শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি তার কৃতকর্মের জন্য ছাত্রীর বাবা-মার কাছে ক্ষমা চেয়েছেন।
- নিয়োগ নিয়ে রেজিস্ট্রার-প্রক্টর বিরোধ: সিকৃবির ৫৫ শিক্ষককের পদত্যাগ
- কর্মবিরতিতে অচল শাবি: ক্লাস-পরীক্ষা হয়নি,শিক্ষকদের র্যালি সমাবেশ
- সিলেটে ওয়ালটন-দীপশিখা স্কুল বাংলা নববর্ষ উদযাপন
- শাবিতে শাহরিয়ার স্মরণে শোকর্যালী
- নবম শ্রেণির বাংলা প্রশ্নে দুই পর্নো তারকার নাম!
- র্যাগিংয়ের নামে ছাত্রীকে যৌন হয়রানি: প্রতিবাদে উত্তাল শাবি,৫ শিক্ষার্থী বহিষ্কার
- `ভিসি তুমি রাস্তা মাপো এই মুহূর্তে শাবি ছাড়ো’:শিক্ষকদের আন্দোলনে শিক্ষার্থীদের একাত্মতা
- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গাড়ি থেকে ফেলে হত্যা!
- দীপশিখা স্কুলের সিলেট শাখার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- সিলেটে দীপশিখা প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলে স্বাধীনতা দিবস উদযাপন
- প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮: পরীক্ষা কবে, কোন জেলায়
- নবনির্মিত দক্ষিণ সুনামগঞ্জ দৃষ্টি প্রতিবন্ধী স্কুল জুয়ারীদের আখড়া
- ডাকসু নির্বাচন
ছাত্রদল ৯ বছর পর মধুর ক্যান্টিনে - কুরআন শিক্ষায় বয়স কোন বাধা নয়:আতাউল হক জালালাবাদী
- ইন্টার্ন ডাক্তারকে ধর্ষণের হুমকি,ছাত্রলীগ নেতার শাস্তি দাবি