দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলায় তুলার গুদামে অগ্নিকান্ড
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি

দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলায় তুলার গুদামে আগুন লেগে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি আলী হোসেন।
সোমবার (৩০ নভেম্বর) দুপুর ১ টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের আবদুল খালিকের বাড়িতে তুলার গুদামে ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে।
এ ঘটনায় গুদাম ভর্তি বিভিন্ন জাতের তুলা, ধানসহ বেশকিছু লেপ-তোশক আগুনে ভষ্মিবভূত হয়। এতে গুদাম মালিক আলী হোসেনের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে। পরবর্তীতে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর করেন। ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের রাখার আপ্রাণ চেষ্টা চালান স্থানীয়রা।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের লোকজন এসে টানা আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটনি।
আলী হোসেন বলেন, আমি শেষ। এ শীতে ব্যবসার জন্য ব্যাংক থেকে ঋণ তুলে ৭০-৮০ হাজার টাকার তুলা কিনে গুদামে রেখেছিলাম। আমার আর কিছুই রইলো না। আমি নিঃস্ব হয়ে গেলাম। ৮/৯ জনের বড় সংসার নিয়ে আমি এখন কীভাবে চলবো? কীভাবে কিস্তি চালাবো।
প্রতিবেশি ও প্রত্যক্ষদর্শী রশিদ আলী বলেন, তুলার ঘরের কাছেই আমার বসতঘর। যে আগুন লেগেছি একটুর জন্য আমার ঘরেই লেগে যেতে পারতো। বাড়ির ভিতরে তুলাম গুদাম দেওয়া কখনোই ঠিক নয়। আমরা সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করেছি। পরে ফায়ার সার্ভিস এসে পুরো আগুন নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফয়সল চৌধুরী বলেন, আগুন লাগার খবর পেয়ে খুব দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করি। পাগলা বাজার কান্দিগাঁও মসজিদের সামনে যানজট থাকায় প্রায় ১০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছাই। পরে দুইটি ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এখানে প্রচুর তুলা, ধান ও লেপতোশক পুড়ে ছাই হয়েছে।
- এমপি গোলাম দস্তগীরের কার্যালয়ে গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রলীগের নেতা
- ওসমানীনগরে আ`লীগের দুই প্রার্থীর নির্বাচনী সহিংসতায় কিশোর খুন
- ট্রাম্পের আদেশের প্রতিবাদে বাংলাদেশি ‘হিজাবি’ রুমানার পদত্যাগ
- অপারেশন থিয়েটারে রোগী রেখে দুই ডাক্তার মল্লযুদ্ধে লিপ্ত !
- কে সেই মন্ত্রী ? যার কারনে শেখ হাসিনার কপালে ক্ষতচিহ্ন !
- আজ পবিত্র শবে মেরাজ
- সিলেটি শিব্বিরকে ফোন করলেই গলায় আটকা মাছের কাঁটার সমাধান !
- সৌদিতে খুন সিলেটের গোয়াইনঘাটের বশির উদ্দিনের পরিবার ব্লাড মানি পেয়েছেন ২ কোটি টাকা
- সালমান শাহ হত্যার আসামিরা এখন কে, কোথায় ?
- ‘আজকে শপথ নেওয়ার পর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নেই`:সিইসি নুরুল হুদা
- আবার আমরা দুঃসময়ে পতিত হয়েছি: ওবায়দুল কাদের
- এই পূণ্যভূমিতে নৌকার বিজয় পতাকা উড়বে: শেষ দিনের প্রচারনায় কামরান
- বালাগজ্ঞের ওসমানীনগরে নিখোঁজের চারদিন পর স্বেচ্ছাসেবকলীগ কর্মির গলিত লাশ উদ্ধার
- খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে করেছেন ব্রিটিশ হাইকমিশনার গিবসন
- ‘এই রায় রাষ্ট্রের বর্তমান অবস্থা সম্পর্কে একটি ম্যাগনাকার্টা’: মির্জা ফখরুল