ড্রেনে পড়ে কবি বাছিত মোহাম্মদের মৃত্যু, হাইকোর্টের নিদেশে তদন্ত
বিশেষ প্রতিনিধি

সিলেট নগরীর আম্বরখানায় সিটি র্কপোরেশনের অরক্ষিত ড্রেনে পড়ে পেটে রড ঢুকে শিক্ষক ও কবি আব্দুল বাছিত মোহাম্মদের ‘মৃত্যু’র ঘটনায় হাইকোর্টের নিদেশে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম মাহফুজুর রহমানের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সদস্যরা।
এসময় তদন্ত দল কবি আবদুল বাছিতের ভাই, আশপাশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এসময় ঘটনাস্থলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত বছরের ৮ ডিসেম্বর সিলেট নগরের আম্বরখানা এলাকায় সিটি কর্পোরেশনের নির্মাণাধীন একটি ড্রেনে পড়ে গিয়ে পেটে রড ঢুকে গুরুতর আহত হন কবি আবদুল বাছিত মোহাম্মদ (৬৫)। এর দুইদিন পর ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তবে তার ‘মৃত্যু’কে হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের চিহ্নিত করে শাস্তি ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান সিলেটের সচেতন নাগরিক সমাজ। তারা উন্নয়নের নামে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ সড়ক ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে রাখার প্রবণতা বন্ধেরও আহ্বান জানান।
এই ঘটনায় জনস্বার্থে হাইকোর্টে রিট করেন আইনজীবী ও মহানগর আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক গোলাম সোবহান দীপন। রিটে কবি আব্দুল বাছিত মোহাম্মদের ‘মৃত্যু’র সুষ্ঠু তদন্ত ও সিটি করেপারেশনের পক্ষ থেকে তার পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে আবেদন করা হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ১১ জানুয়ারি ঘটনা তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে সিলেট জেলা প্রশাসককে নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ। এ আদেশের পরিপ্রেক্ষিতে তদন্ত কাজ শুরু করে জেলা প্রশাসন গঠিত তদন্তদল।
- লকডাউন ভেঙ্গে ঢাকা থেকে ট্রেন পৌছাল সিলেটে, তোলপাড়
- আক্রান্তের ৪র্থ স্থানে সিলেট: ঈদের মার্কেটিংয়ের খেসারত
- সিলেটে করোনা আক্রান্ত সেই ডাক্তার ঢাকায় লাইফ সাপোর্টে
- আমাদের আবু তৈয়ব স্যার
- সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে
- সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী ডাক্তার, বাসা লকডাউন
- ফ্লাটের দরজা ভেঙ্গে ওসমানী হাসপাতালের চিকিৎসকের লাশ উদ্ধার
- সিলেটে লন্ডনী কন্যা সেজে প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ শিউলির
- ছাতকের কালাম চৌধুরীকে মারার জন্য মানিক বোমা বানিয়েছিলেন:মুকুট
- কলেজ শিক্ষক সাইফুরকে হোটেলে নিয়ে হত্যা করেন প্রেমিকা রুপা
- শ্রীলঙ্কায় বোমা হামলায় দিরাই`র ভাটিপাড়ার শিশু জায়ান নিহত
- সিলেটে নির্মাণাধীন চায়নিজ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকান্ড
- বিমান ছিনতাই: নিহত যুবকের সাথে নায়িকার ছবি ভাইরাল
- জিন্দাবাজারের আহমদ ম্যানশনে ক্রেতাকে আটকে রেখে মারধরের অভিযোগ
- দেশীয় রাজনীতির কবলে বৃটেনের শহীদ মিনার