জুম মিটিংয়ের বিল ৫৭ লাখ, লিখিত ব্যাখ্যা চাইলেন পরিকল্পনামন্ত্রী
অনলাইন ডেস্ক

করোনাভাইরাস পরিস্থিতিতে অনলাইনে মিটিং (জুম মিটিং) করে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ৫৭ লাখ টাকা খরচ করেছে বলে অভিযোগ উঠেছে।
দেশের সব উন্নয়ন প্রকল্পের আর্থিক ও কাজের মানের যথার্থতা যাচাইয়ের সরকারের একমাত্র প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগের কারণে আইএমইডি সচিব আবুল মনসুর মো. ফয়জুল্লাহর কাছে এর লিখিত ব্যাখ্যা চেয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
বিষয়টি নিশ্চিত করে সোমবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণমাধ্যমে বলেন, ‘আমি এর মধ্যে আইএমইডি সচিব আবুল মনসুর মো. ফয়জুল্লাহর সঙ্গে কথা বলেছি। যখন মানুষ মিটিংয়ে উপস্থিত হয়ে মিটিং করত, সে বিবেচনায় পেমেন্ট করেছে। ওই সময়ের পেমেন্ট করা হয়েছে এবং এগুলোর জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনও আছে। এটা আমাকে সচিব জানিয়েছেন।
যে কয়েকটা পেমেন্ট হয়েছে, সব করোনার আগে। করোনার পরে কিছু পেমেন্ট হয়েছে, সেটার বিস্তারিত রিপোর্ট আমাকে জানাবে। আমি তারপরও সচিবের কাছ থেকে লিখিত রিপোর্ট চেয়েছি।’
এর আগে একটি ইংরেজি দৈনিক এ বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। পরিকল্পনামন্ত্রী অবশ্য দাবি করেছেন, তথ্যগুলো সঠিক নয়।
আইএমইডির জুম মিটিংয়ে খরচ বাবদ যে হিসাব দেখিয়েছে, তাতে বাইরের একটি প্রতিষ্ঠান এই জুম মিটিংয়ের আয়োজন করায় নিয়েছে প্রায় ১১ লাখ টাকা। এ ছাড়া মিটিংয়ের খাবার বিল দেখানো হয়েছে ৪ লাখ ৩২ হাজার টাকা। কলম, ফোল্ডার, প্যাড, ব্যাগ ইত্যাদি খরচ দেখিয়েও বিল করা হয়েছে।
- এমপি গোলাম দস্তগীরের কার্যালয়ে গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রলীগের নেতা
- ওসমানীনগরে আ`লীগের দুই প্রার্থীর নির্বাচনী সহিংসতায় কিশোর খুন
- ট্রাম্পের আদেশের প্রতিবাদে বাংলাদেশি ‘হিজাবি’ রুমানার পদত্যাগ
- অপারেশন থিয়েটারে রোগী রেখে দুই ডাক্তার মল্লযুদ্ধে লিপ্ত !
- কে সেই মন্ত্রী ? যার কারনে শেখ হাসিনার কপালে ক্ষতচিহ্ন !
- আজ পবিত্র শবে মেরাজ
- সিলেটি শিব্বিরকে ফোন করলেই গলায় আটকা মাছের কাঁটার সমাধান !
- সৌদিতে খুন সিলেটের গোয়াইনঘাটের বশির উদ্দিনের পরিবার ব্লাড মানি পেয়েছেন ২ কোটি টাকা
- সালমান শাহ হত্যার আসামিরা এখন কে, কোথায় ?
- ‘আজকে শপথ নেওয়ার পর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নেই`:সিইসি নুরুল হুদা
- আবার আমরা দুঃসময়ে পতিত হয়েছি: ওবায়দুল কাদের
- এই পূণ্যভূমিতে নৌকার বিজয় পতাকা উড়বে: শেষ দিনের প্রচারনায় কামরান
- বালাগজ্ঞের ওসমানীনগরে নিখোঁজের চারদিন পর স্বেচ্ছাসেবকলীগ কর্মির গলিত লাশ উদ্ধার
- খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে করেছেন ব্রিটিশ হাইকমিশনার গিবসন
- ‘এই রায় রাষ্ট্রের বর্তমান অবস্থা সম্পর্কে একটি ম্যাগনাকার্টা’: মির্জা ফখরুল