জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত জামুকা`র
অনলাইন ডেস্ক

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।
পাশাপাশি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিনের রাষ্ট্রীয় খেতাবও বাতিলের সুপারিশ করা হয়।
মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভায় এদের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সুপারিশ করা হয়। জামুকার সদস্য ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি। এই খুনের নেপথ্যে রয়েছেন জিয়াউর রহমান। জামুকার সভায় এদের মুক্তিযোদ্ধার খেতাব বাতিলের সুপারিশ করা হয়।’
সভায় জামুকার সদস্য ও সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী শাজাহান খান বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের খেতাব বাতিলের পাশাপাশি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের পক্ষে মতামত দেন। সভায় সবাই এ বিষয়ে একমত হন। জামুকার সুপারিশ অনুযায়ী, এখন তাদের খেতাব বাতিল করে গেজেট জারি করা হবে।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য স্বাধীনতার পর জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে ‘বীর উত্তম’ খেতাব দেওয়া হয়। এছাড়া শরিফুল হক ডালিম ‘বীর উত্তম’; নূর চৌধুরী ‘বীর বিক্রম’, রাশেদ চৌধুরী ‘বীর প্রতীক’ ও মোসলেহ উদ্দিন ‘বীর প্রতীক’ খেতাব পান।
- গ্রুপ বদলের জের: গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুল হক জিলুকে কুপিয়ে হত্যা
- সিলেট হলিসিটি ফ্রি ফ্রাইডে ক্লিনিকে সাড়ে ৬ হাজার রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান
- জুমেনাকে বাঁচাতে সহযোগিতা প্রয়োজন
- সোলেমান আলীর জীবন-সংগ্রাম
- তিন কন্যার জয় : ব্রিটিশ এমপি নির্বাচিত হলেন টিউলিপ,রূপা, রুশনারা
- ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ স্বপ্ন নিয়ে বিভোর চীন
- কবর থেকে তিন দিন পর উঠানো হলো জিন্দা লাশ !
- ডিজিটাল ভিক্ষুক: আছে নিজস্ব ওয়েবসাইট, ক্রেডিট কার্ড
- ইনসুলিন ইঞ্জেকশনের বিকল্প ইনসুলিন ক্যাপসুল আবিষ্কৃত
- নায়ক সালমান শাহকে খুন করা হয়েছে,২০ বছর ইউটিউবে দেওয়া ভিডিওতে দাবি রুবির!
- সেই একই অডিটোরিয়াম : নাম পরিবর্তন করা হচ্ছে বারবার
- উপজেলাওয়ারী তারিখ ঘোষণা আজ
নির্বাচনের জন্য প্রস্তুত সিলেটের ৯৮ ইউনিয়ন - আমি ১৯৭১ সালের কথা বলব,আমি আমার বাবার কথা বলব
- ১২ দিন পরও কোন খোজঁ নেই : বৃটিশ পুলিশও বলছে মুজিব জীবিত
- কিবরিয়া হত্যা মামলায় জেলে আটক আরিফুল হককে সিলেট সিটি মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত