ছাতক পৌরসভা:৪র্থ বারের মতো কালাম চৌধুরী,ন্যান্সি ১ম নারী প্রার্থী
বিশেষ প্রতিনিধি

সুনামগজ্ঞের শিল্প নগরী হিসেবে খ্যাত ৩০ হাজার ভোটারের ছাতক পৌরসভার মেয়র পদে নির্বাচনে এবার আওয়ামী লীগ ও বিএনপি সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে।
ছাতক পৌরসভার ইতিহাসে এই প্রথমবারের মতো একজন নারী সরাসরি পৌর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি হচ্ছেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগম ন্যান্সি। বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধাণের শীষ প্রতীক নিয়ে লড়ছেন।
অন্যদিকে সরকার দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ৪র্থ বারের মতো নির্বাচনী ভোটযুদ্ধে নেমেছেন বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী। তিনি টানা তিনবার পৌর মেয়র হিসেবে নির্বাচিত হয়ে হ্যাট্টিক বিজয় অর্জন করেছেন। এবার মেয়র পদে বিদ্রোহী অথবা স্বতন্ত্র কোন প্রার্থী লড়ছেন না। ফলে সরাসরি লড়াইয়ে জমে ওঠেছে ছাতক পৌরসভার নির্বাচন।
নির্বাচন কমিশনে দুই প্রার্থীর জমা দেওয়া হলফনামায় আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী আবুল কালাম চৌধুরী সম্পদে এগিয়ে রয়েছেন। তার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। তবে শিক্ষার দৌড়ে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রতীকের প্রার্থী রাশিদা বেগম ন্যান্সি। তার শিক্ষাগত যোগ্যতা দেখানো হয়েছে এমএসএস পাস।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী চতুর্থবারের মতো মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তার হলফনামা থেকে জানা যায়, ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি তার জন্ম। পেশায় তিনি একজন ব্যবসায়ী। তার মালিকানায় রয়েছে এ কে ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশন। কৃষি খাতে তার বার্ষিক আয় দেখানো হয়েছে এক লাখ ৬০ হাজার টাকা। ব্যবসায়িক খাতে বছরে আয় করেন এক কোটি ১০ লাখ ৯৪ হাজার ২১২টাকা। তার শেয়ার/সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত ডিডিএস তিনটি এক কোটি ২৬ লাখ এবং এমএসডিএস দুটি এক কোটি ১৮ লাখ ২৩ হাজার ৮২৯ টাকা।
এবি ব্যাংকে ডিডিএস আয় ৭০ লাখ ৮১১ এবং মেয়র হিসেবে সম্মানী ভাতা চার লাখ ৮০ হাজার টাকা। নগদ তিন লাখ টাকার পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থের পরিমাণ দুই কোটি ৭৫ লাখ ১০ হাজার ২৫৯ টাকা। তার মালিকানাধীন একটি টয়োটা কার ও দুটি ট্রাক্টর এবং একটি পিস্তল ও বন্দুক রয়েছে।
স্থাবর সম্পদের হিসাবে মেয়র কালাম চৌধুরীর কৃষিজমির পরিমাণ ১২০.৩০ শতক এবং অকৃষি জমির পরিমাণ ২৫৫.৪৭ শতক। পাশাপাশি যৌথ মালিকানাধীন ৭তলা বিল্ডিং ও একটি ফ্ল্যাট রয়েছে। হলফনামায় দায়দেনার বিবরণীতে এবি ব্যাংকে সিসি লোনের পরিমাণ ৪৬ লাখ ৯১ হাজার ৬৬৮ টাকা উল্লেখ করা হয়েছে।
এদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রাশিদা বেগম ন্যান্সি পেশায় একজন গৃহিণী। তিনি প্রথমবারের মতো দলীয় প্রতীক নিয়ে পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশ নিয়েছেন। তার জন্ম ১৯৭৭ সালের ১ জুলাই।
রাশিদা বেগম ন্যান্সির নামে নেই কোনো শেয়ার/সঞ্চয়পত্র। তার নগদ অর্থের পরিমাণ মাত্র ৬০ হাজার টাকা। তার ২৫ ভরি স্বর্ণালংকারসহ রয়েছে ফ্রিজসহ অন্যান্য আসবাবপত্র। কৃষি-অকৃষি কোনো জমি নেই তার নামে। স্থাবর সম্পদের হিসাবে তার একটি বাড়ি দেখানো হয়েছে হলফনামায়। তার কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে দায়দেনা এবং কোনো মামলাও নেই। তিনিও শহরের বাগবাড়ী মহল্লার বাসিন্দা।
দুই মেয়র প্রার্থী ছাড়াও ৩৩ সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে ব্যাপক প্রচার-প্রচারণা।
ছাতক উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফয়েজুর রহমান জানান, ছাতক পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটার রয়েছেন মোট ৩০ হাজার ২৭৮জন। আগামী ১৬ জানুয়ারি ১৯টি কেন্দ্রের ৭৭টি ভোটকক্ষে অনুষ্ঠিত হবে ছাতক পৌরসভা নির্বাচন।
- লকডাউন ভেঙ্গে ঢাকা থেকে ট্রেন পৌছাল সিলেটে, তোলপাড়
- আক্রান্তের ৪র্থ স্থানে সিলেট: ঈদের মার্কেটিংয়ের খেসারত
- সিলেটে করোনা আক্রান্ত সেই ডাক্তার ঢাকায় লাইফ সাপোর্টে
- আমাদের আবু তৈয়ব স্যার
- সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে
- সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী ডাক্তার, বাসা লকডাউন
- ফ্লাটের দরজা ভেঙ্গে ওসমানী হাসপাতালের চিকিৎসকের লাশ উদ্ধার
- ছাতকের কালাম চৌধুরীকে মারার জন্য মানিক বোমা বানিয়েছিলেন:মুকুট
- সিলেটে লন্ডনী কন্যা সেজে প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ শিউলির
- কলেজ শিক্ষক সাইফুরকে হোটেলে নিয়ে হত্যা করেন প্রেমিকা রুপা
- শ্রীলঙ্কায় বোমা হামলায় দিরাই`র ভাটিপাড়ার শিশু জায়ান নিহত
- সিলেটে নির্মাণাধীন চায়নিজ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকান্ড
- বিমান ছিনতাই: নিহত যুবকের সাথে নায়িকার ছবি ভাইরাল
- জিন্দাবাজারের আহমদ ম্যানশনে ক্রেতাকে আটকে রেখে মারধরের অভিযোগ
- দেশীয় রাজনীতির কবলে বৃটেনের শহীদ মিনার