ছবির পর বিয়ের কাবিননামা সোশ্যাল মিডিয়াতে: এবার কী বলবেন পরীমনি ?

মিডিয়ার প্রধান খবরের শিরোনাম এখন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। গতকাল রোববার (৩১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু স্থিরচিত্র প্রকাশিত হয়।
প্রকাশিত স্থিরচিত্রের ক্যাপশনে লেখা হয় স্বামীর সঙ্গে পরীমনি। তারপর এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
সে ঝড় থামতে না থামতেই এবার প্রকাশিত হয়েছে পরীর বিয়ের কাবিননামা। প্রথমে পরীর স্বামীর নাম ইসমাইল জানা গেলেও শাকিল রিয়াজ নামের একটি ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসের মাধ্যমে জানানো হয়েছে- তার স্বামীর নাম সৌরভ কবীর। প্রকাশ করা হয়েছে আরো বেশ কিছু ছবি ও কাবিননামা।
দিনভর কত জল্পনা-কল্পনা। রবিবার সকালে জানা গেল পরীমনির স্বামী ভোলার ইসমাইল। মিলেছে দুটি একান্ত ছবিও। সারাদিন পরীমনির পুরনো ছবি আর স্বামী ইসমাইলকে নিয়ে আলোচনা-সমালোচনার ইতি ঘটে বিকাল নাগাদ, যখন স্বয়ং পরীমনিই মুখ খুলেছেন বিষয়টি নিয়ে।
ফেসবুকে বেশ অপ্রকাশযোগ্য ভাষায় তিনি কয়েক হাত দেখিয়ে দিলেন মিডিয়াকে। বললেন, এমন হাজারটা ছবি আছে আমার সঙ্গে। তবে কি সবাই আমার স্বামী? এরপর তো আরও চমকে দিলেন নিজেই অচেনা তিনজনের সঙ্গে তিনটি ঘনিষ্ঠ সেলফি প্রকাশ করে। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজকের কুইজ- বলুনতো আমার পাশের এই ছেলেগুলোর সাথে আমার কী সম্পর্ক? হাজব্যান্ড রাইট??? পিকগুলো (ছবিগুলো) সেভ করে রাখেন। এগুলোও একদিন পুরনো হয়ে যাবে, তখন এ রকম নিউজে কাজে দেবে খুব...।’
রবিবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত পরীমনির এমন আগুন প্রতিক্রিয়ায় কয়েক গামলা জল ঢেলে দিলেন শাকিল রিয়াজ নামের একজন ফেসবুকার। তিনি প্রকাশ করেন বেশ কিছু ছবি ও তথ্য।
শাকিল রিয়াজ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন ‘একটু আগে পরীমনি ভাবিকে নিয়ে একটা পোস্ট দেখলাম। যেখানে ভাবিকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর স্ক্যান্ডাল ছড়ানো হয়েছে। আসল সত্য হয়তো অনেকেই জানেন না। পরীমনির আসল নাম সামসুর নাহার স্মৃতি। ভাবি আমাদের খুব কাছের বড় ভাইয়ের বৌ। ভাইয়ের নাম সৌরভ কবীর।
ভাবিকে নিয়ে এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কারণে আমি আর মুখ বুজে থাকতে পারলাম না। আমার মনে হলো- এখনই সময়, আসল সত্যটা সবার সামনে তুলে ধরার। ভাই ও ভাবির বিয়ে হয় ২৮ এপ্রিল ২০১২ সালে। ৩ বছর প্রেম করার পরে তারা নিজেদের ইচ্ছায় বিয়ে করেন। পরবর্তীতে দুই পরিবার এ বিয়ে মেনে নেয়। ভাইয়ের বাসা যশোরের কেশবপুরে।’
শাকিল রিয়াজ আরো জানান, ‘ভাই এবং ভাবি নিজেদের পেশার জগৎ আলাদা। ভাই পেশায় একজন প্রফেশনাল ফুটবলার। ভাই এবং ভাইয়ের পরিবারের সম্মতিতেই ভাবি মিডিয়া জগতে প্রবেশ করেন। ভাই এবং ভাবির নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা করে তাদের এ সম্পর্কের কথা আড়াল করে রেখেছেন। তারা এখনো একসঙ্গে বিবাহিত জীবনযাপন করছেন।
কিন্তু আজকের এ ঘটনার পর আমি আর মুখ বুজে থাকতে পারলাম না। আসল সত্য সবার সামনে তুলে ধরলাম। ভাই ও ভাবি আপনারা কিছু মনে করলেও আমি বাধ্য হয়ে এই পোস্টটি করলাম। আমার এই পোস্ট নিয়ে যদি কারো কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে আমরা প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত।’
এ নিয়ে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে। তবে কাবিননাম প্রকাশের পর এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অভিনেত্রী পরীমনি।
*কাবিননামার ছবিটি বাংলাট্রিবিউন থেকে নেয়া
ভাবীকে নিয়ে এ সব বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কারণে আমি আর মুখবুজে থাকতে পারলাম না। আমার মনে হলো এখনই সময়, আসল সত্যটা সবার সামনে তুলে ধরার। ভাই ও ভাবীর বিয়ে হয় ২৮ এপ্রিল ২০১২ সালে। ৩ বছর প্রেম করার পরে তারা নিজেদের ইচ্ছায় বিয়ে করেন এবং পরে সেটা দুই পরিবার থেকেই মেনে নেয়। ভাইয়ের বাসা যশোরের কেশবপুরে।’ শাকিল রিয়াজ আরও জানান, ‘ভাই এবং ভাবী নিজেদের পেশার জগৎ আলাদা। ভাই পেশায় একজন প্রফেশনাল ফুটবলার।
ভাই এবং ভাইয়ের পরিবারের সম্মতিতেই ভাবী মিডিয়া জগতে প্রবেশ করেন। ভাই এবং ভাবীর নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা করে তাদের এ সম্পর্কের কথা আড়াল করে রেখেছেন। তারা এখনও একসঙ্গে বিবাহিত জীবনযাপন করছেন। কিন্তু আজকের এ ঘটনার পরে আমি আর মুখ বুজে থাকতে পারলাম না। আসল সত্য সবার সামনে তুলে ধরলাম।
ভাই ও ভাবী আপনারা কিছু মনে করলেও আমি বাধ্য হয়ে এই পোস্টটি করলাম। আমার এই পোস্ট নিয়ে যদি কারও কোনও সন্দেহ থেকে থাকে, তাহলে আমরা প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত।’ প্রমান স্বরুপ শাকিল দিয়েছেন পরীরসঙ্গে তোলা বেশ কিছু ছবি।
এছাড়া পরীর স্বামী সৌরভ রবিবার রাত ১১টার দিকে পরীমনির সঙ্গে বিয়ে বিষয়টি শতভাগ সত্যি বলে দাবি করেছেন,দিয়েছেন কাবিননামাসহ অন্তরঙ্গ বেশ কিছু ছবিও। অবশ্য এ ব্যপারে পরীর কোন মন্তব্য পাওয়া যায়নী। তার মুঠোফোন বন্ধ রয়েছে। - See more at: http://www.primenewsbd.com/index.php?page=details&nc=11&news_id=76438#sthash.4N7FaPqg.dpuf
- মামলায় স্বামী দাবিদার শাওনকে অব্যাহতি: শাওনের সঙ্গে বিয়ে হয়েছিল মাহির !
- পুলিশি প্রহরায় অপুর গাড়িতে করে নায়িকাবধূ সেন্টারে: সাতকরা আর গরুর মাংসে মাহির বৌভাত
- প্রভার স্ট্যাটাস: সবার আগে সুইসাইড করতাম আমি
- তিন বছর পর চিত্রনায়িকা অন্তরার লাশ উত্তোলন করেছে পুলিশ
- নায়িকা হ্যাপি ধর্ষণ মামলায় পেসার রুবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ
- সামিরার সঙ্গে পরকীয়ার প্রশ্নই আসে না- মোস্তাক ওয়াইজ
- ছবির পর বিয়ের কাবিননামা সোশ্যাল মিডিয়াতে: এবার কী বলবেন পরীমনি ?
- সিলেটে বোমা বিস্ফোরণে ঢাকাই চলচ্ছিত্রের নায়িকা ববি আহত
- ‘কোচাদাইয়ান’ : বোমা ফাটালেন দীপিকা
- আইটেম গার্ল মিথিলার আত্মহত্যার নেপথ্যে ’অপমান’
- আমি শাকিবের স্ত্রী, ছেলেও আছে: অপু বিশ্বাস- ছেলের দায়িত্ব নেব, অপুরটা ভেবে দেখব: শাকিব
- বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়ার আত্মহত্যার চেষ্টা!!
- `গালি` দেয়ার জন্য বুবলীকে `সরি` বললেন অপু
- বউ-শাশুড়ির মধ্যে খিটিমিটি : বিচ্ছেদের গুঞ্জন অভিষেক-ঐশ্বরিয়ার
- ইটালিতে ঘর বাঁধলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি