খয়রাতি নেই, আমাদের ৪ লাখ কোটি টাকা রিজার্ভ আছে: পরিকল্পনামন্ত্রী
অনলাইন ডেস্ক

আমরা এখন সাহায্যের জন্য বাইরে হাত পাতি না। আমাদের বাজেটে শতকরা এক টাকাও খয়রাতি নেই বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, আমরা সুদ দিয়েই বিভিন্ন ব্যাংক থেকে টাকা ধার করি। আমাদের কাছে চার লাখ কোটি টাকা রিজার্ভ আছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে ফলক উন্মোচনের মাধ্যমে ২০ শয্যা বিশিষ্ট জনতা চক্ষু হাসপাতালের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যখন পদ্মা সেতুর শুরু করেছিলেন তখন মানুষ বলেছিল এই শেষ, সেতুতো বানাতে পারবেই না, দেশ দেউলিয়া হবে। দেশতো দেউলিয়া হয় নাই, আমাদের লাখ কোটি টাকা ব্যাংকে পড়ে আছে। আমরা এসব টাকা মানুষের কল্যাণে ব্যয় করবো।’
তিনি বলেন, ‘সরকার কোনো ব্যবসা করে না। ব্যবসা করেন দেশের ধনী লোকজন ও ব্যবসায়ীরা। বর্তমান সরকার বিনোয়োগ বান্ধব সরকার। যারা দেশের জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করতে চায় এবং ব্যবসা-বাণিজ্য করতে চায়, দেশের মানুষের সেবার জন্য হাসপাতাল তৈরি করতে চায় আমরা তাদের সব ধরনের সহযোগিতা করি।’
জনতা চক্ষু হাসপাতালের চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে ও পরিচালক মিসবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, পৌরসভার মেয়র নাদের বখ্ত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমুখ।
- এমপি গোলাম দস্তগীরের কার্যালয়ে গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রলীগের নেতা
- ওসমানীনগরে আ`লীগের দুই প্রার্থীর নির্বাচনী সহিংসতায় কিশোর খুন
- সিলেটি শিব্বিরকে ফোন করলেই গলায় আটকা মাছের কাঁটার সমাধান !
- ট্রাম্পের আদেশের প্রতিবাদে বাংলাদেশি ‘হিজাবি’ রুমানার পদত্যাগ
- কে সেই মন্ত্রী ? যার কারনে শেখ হাসিনার কপালে ক্ষতচিহ্ন !
- অপারেশন থিয়েটারে রোগী রেখে দুই ডাক্তার মল্লযুদ্ধে লিপ্ত !
- আজ পবিত্র শবে মেরাজ
- সৌদিতে খুন সিলেটের গোয়াইনঘাটের বশির উদ্দিনের পরিবার ব্লাড মানি পেয়েছেন ২ কোটি টাকা
- সালমান শাহ হত্যার আসামিরা এখন কে, কোথায় ?
- ‘আজকে শপথ নেওয়ার পর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নেই`:সিইসি নুরুল হুদা
- বালাগজ্ঞের ওসমানীনগরে নিখোঁজের চারদিন পর স্বেচ্ছাসেবকলীগ কর্মির গলিত লাশ উদ্ধার
- আবার আমরা দুঃসময়ে পতিত হয়েছি: ওবায়দুল কাদের
- এই পূণ্যভূমিতে নৌকার বিজয় পতাকা উড়বে: শেষ দিনের প্রচারনায় কামরান
- খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে করেছেন ব্রিটিশ হাইকমিশনার গিবসন
- ‘এই রায় রাষ্ট্রের বর্তমান অবস্থা সম্পর্কে একটি ম্যাগনাকার্টা’: মির্জা ফখরুল