খালেদা জিয়ার শরীর ভালো না, হাত পায়ের আঙ্গুল বেঁকে গেছে

চিকিৎসকরা নিয়মিত আসলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না বলে দাবি করেছেন তার বোন সেলিমা ইসলাম। জামিন পেলে চিকিৎসার জন্য খালেদা জিয়া বিদেশ যাবেন বলেও জানিয়েছেন তিনি।
বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এসব কথা বলেন সেলিমা ইসলাম। এ সময় তার সঙ্গে আরও ছিলেন খালেদা জিয়ার ভাবি কানিজ ফাতেমা, ভাই শামীম এস্কান্দার, ভাতিজা অভিক এস্কান্দার ও ভাগ্নী সামিয়া ইসলাম। বিকাল সোয়া ৩টার দিকে খালেদা জিয়ার ৬২১ নাম্বার কেবিনে প্রবেশ করে প্রায় ঘণ্টাখানেক তারা সেখানে অবস্থান করেন।
সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার শরীর ভালো না, হাতের আঙ্গুলগুলো বেঁকে গেছে। পায়ের আঙ্গুলও বেঁকে গেছে প্রায়। অসম্ভব ব্যথা অনুভব করছেন। উঠে দাঁড়াতে পারছেন না, সোজা হয়ে বসতে পারছেন না। এটাই তার বর্তমান অবস্থা। তার উন্নত চিকিৎসা দরকার।
তিনি বলেন, চিকিৎসকরা নিয়মিত আসছেন। কিন্তু তার চিকিৎসার কোনো উন্নতি হয়নি। হাত-পা বেঁকে যাচ্ছে, হাতের আঙ্গুলগুলো দিয়ে নিজে তুলে খেতে পারছেন না, চলাফেরা করতে পারছেন না, উঠে দাঁড়াতে পারছেন না, সোজা হয়ে তিনি বসতে পারেন না।
এক প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, 'যদি তার জামিন হয় নিশ্চয়ই তিনি বিদেশে যাবেন। আমরা তো চাচ্ছি তাকে বিদেশে পাঠাতে।'
- এমপি গোলাম দস্তগীরের কার্যালয়ে গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রলীগের নেতা
- ওসমানীনগরে আ`লীগের দুই প্রার্থীর নির্বাচনী সহিংসতায় কিশোর খুন
- ট্রাম্পের আদেশের প্রতিবাদে বাংলাদেশি ‘হিজাবি’ রুমানার পদত্যাগ
- অপারেশন থিয়েটারে রোগী রেখে দুই ডাক্তার মল্লযুদ্ধে লিপ্ত !
- আজ পবিত্র শবে মেরাজ
- কে সেই মন্ত্রী ? যার কারনে শেখ হাসিনার কপালে ক্ষতচিহ্ন !
- সালমান শাহ হত্যার আসামিরা এখন কে, কোথায় ?
- এই পূণ্যভূমিতে নৌকার বিজয় পতাকা উড়বে: শেষ দিনের প্রচারনায় কামরান
- সৌদিতে খুন সিলেটের গোয়াইনঘাটের বশির উদ্দিনের পরিবার ব্লাড মানি পেয়েছেন ২ কোটি টাকা
- আবার আমরা দুঃসময়ে পতিত হয়েছি: ওবায়দুল কাদের
- সিলেটি শিব্বিরকে ফোন করলেই গলায় আটকা মাছের কাঁটার সমাধান !
- ‘আজকে শপথ নেওয়ার পর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নেই`:সিইসি নুরুল হুদা
- ‘এই রায় রাষ্ট্রের বর্তমান অবস্থা সম্পর্কে একটি ম্যাগনাকার্টা’: মির্জা ফখরুল
- খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে করেছেন ব্রিটিশ হাইকমিশনার গিবসন
- বালাগজ্ঞের ওসমানীনগরে নিখোঁজের চারদিন পর স্বেচ্ছাসেবকলীগ কর্মির গলিত লাশ উদ্ধার